দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ১১:১৮

শেষ বলে ৪ মেরে ফাইনালে চিটাগং, খুলনার বিদায়

জয়ের উচ্ছ্বাস আলিস–পারভেজদের। হতাশ মুশফিক

শেষ বলে ৪ রান। কঠিন, আবার সহজও। তবে সহজই বেশি। বল যিনিই করুন আর ব্যাট হাতে যিনিই দাঁড়ান না কেন, ঠিকঠাক ব্যাটে–বলে হলে এ রকম পরিস্থিতিতে বোলার–ব্যাটসম্যানের পরিচিতিতে কিছুই যায়–আসে না।

খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ ওভারটা জেসন হোল্ডারকে না দিয়ে কেন মুশফিক হাসানকে দিলেন, সেই প্রশ্ন রেখেও তাই আলিস ইসলামের প্রশংসা করতে হয়। মুশফিকের শেষ বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে দুর্দান্ত এক বাউন্ডারি মেরেই হাতের ব্যাটটা ছুড়ে মারলেন শূন্যে। তারপর কোথায় যে হারালেন, চিটাগং কিংসের ড্রেসিংরুম থেকে প্রায় উড়ে আসা জয়োল্লাসের ভিড়ে তাঁকে আর খুঁজেই পাওয়া গেল না। একদিকে চিটাগংয়ের ২ উইকেটের জয়ে ফাইনালে ওঠার উৎসব, আরেক দিকে হতাশায় ভেঙে পড়া খুলনা টাইগার্সের নীরব মাতম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী