দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ১১:১৮

ভোরের আলোয় বাটলারের বিকল্প দল

ভোরের আলোয় আজ ৩৩ ফুটবলারকে অনুশীলন করিয়েছেন পিটার বাটলার

ভোরের আলো তখনো ফোটেনি। বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফটকটা পুরোই খোলা। সেটির পথ ধরে একটু ভেতরে এগোতেই স্টেডিয়াম চত্বর অচেনা লাগে।

দিনের তুমুল ব্যস্ত এলাকায় সুনসান নীরবতা। দোকানপাট সব বন্ধ। ছিন্নমূল মানুষেরা ঘুমিয়ে এখানে-সেখানে। বাতি জ্বলছে কোথাও কোথাও। পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে নেমে পড়েছেন। নতুন একটা দিন শুরুর আগমনী বার্তা পাওয়া যাচ্ছে।

খানিক আলো-আঁধারির মধ্যে একটা বাস এসে থামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকে। একে একে একদল মেয়ে বাস থেকে নেমে স্টেডিয়ামের ভেতরে ঢুকে যান। বাসের গায়ে ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন’ লেখা। ফলে বুঝতে অসুবিধা হয় না, নারী ফুটবলাররা এসে পড়েছেন অনুশীলনের জন্য। ঘড়িতে তখন ঠিক ভোর ৬টা ১০ মিনিট। পূব আকাশে সূর্য স্বাগত জানাতে তখনো ২৭ মিনিট বাকি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী