দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১৪:২০

ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি সুমাইয়ার

বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া

পিটার বাটলারকে আবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ করে আনায় বিদ্রোহের ডাক দিয়েছেন ফুটবলাররা। ১৮ জন বিদ্রোহী ফুটবলার সম্প্রতি এক চিঠিতে বাফুফেকে জানিয়ে দিয়েছেন, বাটলার কোচ থাকলে বাংলাদেশের হয়ে খেলা দূরে থাক, অনুশীলন ক্যাম্পেও অংশ নেবেন না এবং প্রয়োজনে গণ–অবসরে যাবেন।

চিঠিতে বাটলারের বিরুদ্ধে নিজেদের অভিযোগগুলোও তুলে ধরেছেন সাবিনা-মাসুরা-সানজিদারা। সেই চিঠি ইংরেজিতে লেখা ছিল। বাফুফের বিশেষ কমিটি বিদ্রোহী ফুটবলারদের ডেকে জিজ্ঞাসা করেছিল, চিঠিটি কে লিখেছে? সবাই জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা মাতসুশিমা সুমাইয়ার নাম বলেন। সুমাইয়াও কমিটির সামনে স্বীকার করেছেন, ওই চিঠি তিনিই লিখেছেন।

এ ঘটনার পর থেকেই সুমাইয়ার জীবনে যেন ঘোর অমানিশা নেমে এসেছে, যা ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাছে কল্পনাতীত। সুমাইয়া আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, গত কয়েক দিনে তিনি অসংখ্যবার ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। এতে তিনি মানসিক আঘাত পেয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই সালাম জানিয়ে সুমাইয়া লিখেছেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আন্তস্কুল প্রতিযোগিতা থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা এবং বাংলাদেশের হয়ে ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্লমধুর ছিল।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী