এলেন, দেখলেন, জয় করলেন!
পুরোনো কথাটাই বলতে হলো মোহাম্মদ আলীকে নিয়ে। পাকিস্তানি পেসার বিপিএল অভিষেকেই যে ইতিহাস গড়লেন। প্রথম বোলার হিসেবে বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফরচুন বরিশালের হয়ে খেলা আলী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আলী। ৫ উইকেটের ৪টিই পাকিস্তানি পেসার নিয়েছেন চিটাগংয়ের ১৯তম ওভারে। আর তাতেই বিরল কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা আলী।
নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে প্রথম উইকেট নেওয়া আলী প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ২২ রান। ১৯তম ওভারে আক্রমণে ফিরে প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন। তৃতীয় বলে ৭৯ রান করা শামীম হোসেনকে ইবাদতের ক্যাচ বানান। পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরানোর পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করে ওভারে চতুর্থ ও ম্যাচে পঞ্চম উইকেট পেয়ে যান আলী।
ওই ওভারে দুটি সিঙ্গেল দেওয়া ৩২ বছর বয়সী এই বোলার ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট। ৩১ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট পেলেন আলী। ৯ উইকেটে ১৪৯ রানে থেমেছে চিটাগং কিংসের ইনিংস।
মোহাম্মদ আলীর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নিয়েছেন ১৩ জন বোলার।
টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট
বোলার | দল | বিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
চার্ল ল্যাঙ্গেভেল্ট | কেপ কোবরা | ইগলস | কেপটাউন | ২০০৮ |
অমিত মিশ্র | হায়দরাবাদ | পুনে | পুনে | ২০১৭ |
অভিমন্যু মিথুন | কর্ণাটক | হরিয়ানা | সুরাট | ২০১৯ |
লাসিথ মালিঙ্গা | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | ক্যান্ডি | ২০১৯ |
ক্রিস গ্রিন | মিডলসেক্স | কেন্ট | ক্যান্টারবেরি | ২০২১ |
কার্টিস ক্যাম্ফার | আয়ারল্যান্ড | নেদারল্যান্ডস | আবুধাবি | ২০২১ |
দর্শন নালকান্ডে | বিদর্ভ | কর্ণাটক | দিল্লি | ২০২১ |
জেসন হোল্ডার | উইন্ডিজ | ইংল্যান্ড | বার্বাডোজ | ২০২২ |
যুজবেন্দ্র চাহাল | রাজস্থান | কলকাতা | মুম্বাই | ২০২২ |
আন্দ্রে রাসেল | কলকাতা | গুজরাট | মুম্বাই | ২০২২ |
শাহিন আফ্রিদি | নটিংহাম | বার্মিংহাম | ট্রেন্টব্রিজ | ২০২৩ |
ড্যানিয়েল স্যামস | সিডনি থান্ডার | ব্রিসবেন হিট | ব্রিসবেন | ২০২৩ |
আরিফ ইয়াকুব | পেশোয়ার | ইসলামাবাদ | লাহোর | ২০২৪ |
মোহাম্মদ আলী | বরিশাল | চিটাগং | মিরপুর | ২০২৫ |