দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৮:২৯

সোয়া কোটি টাকায় রংপুরের তিন বিদেশির ১২ রান

মাত্র ৯ বল খেলে আউট হয়ে ফেরেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল

জেমস ভিন্স ৭ বলে ১, টিম ডেভিড ৯ বলে ৭, আন্দ্রে রাসেল ৯ বলে ৪—সব মিলিয়ে ২৫ বলে ১২ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের এলিমিনেটর ম্যাচের জন্য রংপুর রাইডার্সের উড়িয়ে আনা তিন বিদেশির পরিসংখ্যান এটা। রানের সংখ্যা কম হলেও তিনজনের পেছনে ফ্র্যাঞ্চাইজিটির খরচ অনেক।

সংখ্যাটা আসলে কত? এক লাখ ডলার! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। আগের দিন আইএল টি-টোয়েন্টি খেলে এসে আজ বিপিএলে নেমে যাওয়া তিন বিদেশিকে এনে কাজ হয়নি রংপুরের। তাঁরা পারফর্ম করতে পারেননি, দলও হেরেছে। রংপুরের ৮৫ রান ১০.২ ওভারেই পেরিয়ে গেছে খুলনা টাইগার্স।

গতকাল রাতে ম্যাচ খেলার পর দুবাই থেকে বিমানে চড়েন রাসেলরা। এরপর সকালে এসে পৌঁছান বাংলাদেশে। এরপর দুপুর না পেরোতেই নামতে হয় ম্যাচ খেলতে। তার ওপর টস জিতে রংপুর রাইডার্স নেয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত। সব মিলিয়ে কি ক্লান্তির কারণে এমন পারফরম্যান্স বিদেশিদের, রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে ছিল এমন প্রশ্ন।

উত্তরে অবশ্য আশরাফুল ক্লান্তিকেই প্রধান সমস্যা বললেন না, ‘রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নাম এবং কোয়ালিটি খেলোয়াড় নিয়ে আসতে। যেহেতু তাঁরা বিজনেস ক্লাসে এসেছে ওই সমস্যাটা হওয়ার কথা না, আবার আলাদা আবহাওয়াও না দুবাই আর এখানে। হয়তো তারা রাতে খেলে এসেছেন, এটা একটা হতে পারে। পেশাদার খেলোয়াড় যেহেতু, ওই জায়গাটা থেকে আমার মনে হয় না এটা সমস্যা।’

তাহলে সমস্যাটা কোথায়? আশরাফুল মনে করেন, সাহসের পরিচয় দিতে পারেননি রংপুরের স্থানীয় ক্রিকেটাররা। প্রথম ওভারের দ্বিতীয় বলে রানআউটে ফেরেন সৌম্য সরকার। এরপর পাওয়ারপ্লের ৬ ওভারে ১৯ রান তুলতে ৫ উইকেট হারায় রংপুর।

এভাবে ভেঙে পড়ায় আশরাফুল হতাশই হয়েছেন, ‘আমাদের খেলোয়াড়দের আরও একটু সাহস নিয়ে খেলা উচিত ছিল। যেহেতু বড় ম্যাচ, প্রথম ওভারে একটা আউট হতেই পারে। তারপর এসে আমাদের খেলোয়াড়েরা যেভাবে ডাউন হয়ে গেছে, এটাতে আমার খারাপ লেগেছে। আরেকটু আক্রমণাত্মক ক্রিকেট খেলা যেতে পারত, কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর তিন ওভার স্পিন বল করেছে।’

লিগ পর্বের প্রথম আট ম্যাচই জিতেছিল রংপুর। তখনই প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। কিন্তু এরপর টানা চার ম্যাচ হেরে যায় রংপুর। এবার এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিশ্চিত হলো।

এর পেছনেও স্থানীয়দের দায় দেখেন আশরাফুল, ‘শেষ পাঁচটা ম্যাচে আমাদের স্থানীয় যারা, তাদের বড় শট খেলতে হতো। আন্তর্জাতিক ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনার জিততে হয় এভাবেই। দেখেন আমাদের জিএসএল জেতার কারণ কিন্তু খুশদিলের ওই আক্রমণাত্মক ব্যাটিংটা, আমরা ১১৩ রান করেছিলাম, ওই জায়গায় ও ৩০ বলে ফিফটি করেছিল। এই রকম একটা খেলোয়াড়ের হওয়া উচিত ছিল। আমরা আশা করেছিলাম, হয় শেখ মেহেদি, সাইফ হাসান একটু আক্রমণাত্মক ইনিংস খেলবে ১০ বলে ২০, ২০ বলে ৪০-ওই জিনিসটাই মিসিং ছিল।’

তারকা বিদেশিদের ভিড়ে এই ম্যাচের একাদশে সুযোগ মেলেনি ইফতেখার আহমেদের। অথচ এই ম্যাচের আগে টুর্নামেন্টে রংপুরের হয়ে সবচেয়ে বেশি ৩০৫ রান এসেছে তার ব্যাট থেকে। টানা পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে আশরাফুল অবশ্য বলছেন, আরেক পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর চলে যাওয়াকে।

আশরাফুল বলেন, ‘আমার মনে হয় আসলে খুশদিল শাহের চলে যাওয়াটা আমাদের জন্য বড় সেটব্যাক ছিল। গায়ানাতে মাস্ট উইন ম্যাচে সে ফিফটি করেছিল। সেখান থেকে আসলে, খুশদিল শাহ চলে যাওয়ার পরে আসলে আমাদের কোনো প্লেয়ার সে জায়গাটা নিতে পারিনি। শুরুর দিকে যেভাবে আশা করেছিলাম ৫ ম্যাচে শেষে তারা সেভাবে ভালো করতে পারেনি।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী