দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৮:২৯

সৌম্যর যে দুর্ভাগ্যের হ্যাটট্রিক হলো মিরপুরে

‘ডায়মন্ড ডাক’ মেরে মাঠ ছাড়ছেন সৌম্য সরকার। আজ মিরপুর শেরেবাংলায় বিপিএল এলিমিনেটর ম্যাচে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএল এলিমিনেটরে রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স ম্যাচের দ্বিতীয় বল। দুবাই থেকে সকালে ঢাকায় পৌঁছে ভরদুপুরে খেলতে নামা রংপুরের ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্স বলটা শর্ট মিড অনে পাঠিয়ে রান নিতে চাইলেন। কিন্তু বিপদ বুঝে পরক্ষণে আর দৌড়ালেন না।

তবে ভিন্সের ডাকে সাড়া দিয়ে সঙ্গী সৌম্য সরকার ততক্ষণে পিচের প্রায় মাঝবরাবর চলে যান। খুলনা টাইগার্সের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের থ্রো থেকে বল ধরে অধিনায়ক মেহেদী মিরাজ যখন বেল ফেলে দিলেন, সৌম্যর ব্যাট তখন ক্রিজ থেকে কয়েক ইঞ্চি দূরে।

ব্যস, উদ্বোধনী সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে আবারও বিব্রতকর ইতিহাসে সৌম্য। বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে স্বীকৃত টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ‘ডায়মন্ড ডাক’ মারার রেকর্ডে যৌথভাবে শীর্ষে এখন সৌম্য। ২০ ওভারের ক্রিকেটে সৌম্য এ নিয়ে তিনবার কোনো বল খেলার আগেই আউট হলেন। এর আগে আরাফাত সানিও তিনবার ডায়মন্ড ডাক মেরেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী