দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ১১:১৮

মুখ খুললেন এনামুল—পরিবারের ওপর দিয়ে কী যায়, ভেবে দেখবেন

এনামুল হক এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন।

মাঠের ক্রিকেটে এবারের বিপিএলটা ভালোই কেটেছে এনামুল হকের, ১২ ম্যাচে করেছেন ৩৯২ রান। একটি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু এমন পারফরম্যান্সের পরও এনামুলের দল দুর্বার রাজশাহী যেমন প্লে-অফে জায়গা করতে পারেনি, তেমনি মাঠের বাইরের এক আলোচনায় তিনি নিজেও আছেন অস্বস্তিতে।

শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে ফিক্সিং সন্দেহে এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর বিকেলেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদবিজ্ঞপ্তি দিয়ে জানায়, খবরটি সত্যি নয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন এনামুল।

গত কয়েক দিন কী পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে জানিয়ে এই ওপেনার বলেন, ‘গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’

এবারের বিপিএলে শুরুতে রাজশাহীর অধিনায়কও ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় তাসকিনকে। বিপিএলের শেষ কয়েক দিনে হওয়া খবরগুলোকে ‘মাশালা’ মিশ্রিত বলে মন্তব্য করেন এনামুল। তিনি জানান, যারা এ ধরনের খবর ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যেই উকিল নোটিশ পৌঁছে যাবে তাদের কাছে।

এরপর ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের সঙ্গেও এমন হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এনামুল, ‘আজকে আমার ওপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো খেলোয়াড়ের কাছে। এর আগেও এ রকম দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তার কথা না শুনে, যেকোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কী মজা পান। কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের ওপর দিয়ে কী যায় বা তার মানসিক অবস্থাটা কী থাকে।’

সঙ্গে যোগ করেন, ‘এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের ওপর, একজন মানুষের ওপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রোমোট করেছেন; যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারাই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চান না, দেশের ক্রিকেটে ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।’

এই খারাপ সময়ে যারা তার পাশে ছিলেন, ভিডিওর শেষে তাদের প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন এনামুল, ‘যারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। যারা আমাকে সম্মান দেখিয়েছে। যারা ইতিবাচকভাবে আমার পাশে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী