দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ১১:১৭

বরিশাল–চিটাগংয়ের ফাইনালে ওঠার ম্যাচ, রংপুর–খুলনার টিকে থাকার

বিপিএলে আজ ফাইনালে ওঠার লড়াই বরিশালের। তার আগে কাল অনুশীলনে ফুটবল খেললেন দলটির রিশাদ হোসেন ও নাঈম হাসান

আর মাত্র চার ম্যাচ—এরপরই জানা যাবে এবারের বিপিএলের শিরোপা যাবে কোন দলের কাছে। ৪২ ম্যাচের লিগ পর্ব শেষে এখন টুর্নামেন্টে টিকে থাকা দলের সংখ্যাও চার। আলোচনা-সমালোচনা পেরিয়ে প্লে-অফে চলে আসা বিপিএলের এলিমিনেটরে আজ দুপুরে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স, সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াই প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের।

লিগ পর্ব শেষে সবার চেয়ে এগিয়ে ছিল বরিশাল। বর্তমান চ্যাম্পিয়ন দলটির সংশ্লিষ্ট প্রায় সবাইকে গত এক বছর নিয়মিতই শুনতে হয়েছে, ‘লঞ্চে ট্রফি উঠবে কবে?’ উত্তরে তাঁরা হেসে বলেছেন, ‘আরেকবার জিতলেই।’ লঞ্চে আবার ট্রফি ওঠাতে আর দুটি ম্যাচ জিতলেই চলবে বরিশালের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী