দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২৩:০৩

এখন করো, নয়তো মরো—রংপুরের অবস্থা নিয়ে মেহেদী

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রংপুর রাইডার্সের অলরাউন্ডার মেহেদী হাসান

এবারের বিপিএলে কী দুর্দান্ত শুরুই না করেছিল রংপুর রাইডার্স! এ টুর্নামেন্টের আগে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল তারা। এরপর বিপিএলেও প্রথম আট ম্যাচের সব কটি জিতে প্লে-অফ নিশ্চিত করে ফেলে তারা। একসময় রংপুরকে হারানো বেশ কঠিনই মনে হচ্ছিল।

প্লে-অফের আগে এখন সেই রংপুরের আত্মবিশ্বাসই প্রায় তলানিতে। টানা চার হারে তারা লিগ পর্ব শেষ করেছে ৩ নম্বর দল হিসেবে। ফাইনালে পৌঁছাতে তাদের এখন জিততে হবে টানা দুই ম্যাচ। যার প্রথমটিতে সোমবার রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

এ ম্যাচের আগে রোববার বসুন্ধরায় নিজেদের মাঠে অনুশীলন করেছে রংপুর। এরপর দলের অলরাউন্ডার মেহেদী হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। টপ টুতে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’

লিগ পর্বের শেষ দিন পর্যন্ত সেরা দুইয়েই ছিল রংপুর। তবে শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে তাদের টপকে গেছে চিটাগং কিংস। এখন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল। তবে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার স্বপ্ন এখনো মেহেদীদের।

রংপুরের এই অফ স্পিনিং অলরাউন্ডার বলেছেন, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’

বিপিএলে এখন খুব বেশি তারকা বিদেশি দেখা যায় না। তবে প্লে-অফ এলেই হুড়োহুড়ি পড়ে যায় ফ্র্যাঞ্চাইজিগুলোতে, নামী বিদেশি খেলোয়াড় এনে শিরোপা নিশ্চিত করতে চায় প্রতিটি দলই। এবার রংপুরে কে আসছেন? উত্তরে মেহেদী বলেন, ‘কে আসছে, না আসছে, আমার কোনো ধারণা নেই।’

মেহেদী মনে করেন, স্থানীয় খেলোয়াড়দেরই বড় ভূমিকা রাখতে হবে প্লে-অফে, ‘শেষ দুই বছর আমরা ৩ নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এ বছর আরও একটা সুযোগ আছে। গত দুই বছরের এটা (বাদ পড়া) ভাঙতে চাই এবার। আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী