দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ০৯:০৮

৭০০ জয়েও প্রথম রোনালদো

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো মানেই যেন এখন নতুন কোনো রেকর্ড। রোনালদো গোল করলে রেকর্ড, জিতলে রেকর্ড, এমনকি কখনো কখনো শুধু খেললেও হয়ে যায় রেকর্ড। গতকাল রাতে যেমন ম্যাচ জিতে নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো।

সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল–রায়েদের বিপক্ষে ২–১ গোলে জিতেছে রোনালদোর আল নাসর। জয়ের পথে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে পর্তুগিজ মহাতারকার কাছ থেকে।

এটি আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে রোনালদোর ৮৫তম গোল, আর সব মিলিয়ে তাঁর ক্যারিয়ারের ৯২১তম গোল। তবে গোল করে নয়, রোনালদো রেকর্ড গড়েছেন ম্যাচ জিতে।

সৌদি লিগে পাওয়া এ জয় রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয়। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়লেন আল নাসর তারকা।

স্পোর্তিং লিসবনের হয়ে যাত্রা শুরু করা রোনালদো নিজের আঁতুড়ঘরের হয়ে জিতেছিলেন ১৩ ম্যাচ। এরপর স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরে রোনালদো চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে দুই মেয়াদে রোনালদো জিতেছেন ২১৪ ম্যাচ। সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেওয়া রোনালদো সবচেয়ে সফল সময় পার করেন রিয়াল মাদ্রিদে।

লা লিগার ক্লাবটির হয়ে দারুণ সব অর্জনের পথে রোনালদো জিতেছেন ৩১৬ ম্যাচ। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছেড়ে যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেখানে তার জয় ছিল ৯১ ম্যাচে।

আর বর্তমানে আল নাসরের হয়ে রোনালদোর জয় ৬৬ ম্যাচে। সব মিলিয়ে রোনালদো জিতলেন ৭০০ ক্লাব ম্যাচ। এখন পর্যন্ত আর কোনো ফুটবলারই ক্লাবের হয়ে ৭০০ ম্যাচ জেতার মাইলফলক স্পর্শ করতে পারেনি।

কোন ক্লাবের হয় রোনালদোর কত জয়

স্পোর্তিং লিসবন: ১৩

ম্যানচেস্টার ইউনাইটেড: ২১৪

রিয়াল মাদ্রিদ: ৩১৬

জুভেন্টাস: ৯১

আল নাসর: ৬৬

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী