কোথায় যাচ্ছেন, গোটা দুনিয়া তা জানে। তবু আনুষ্ঠানিকভাবে জানানোর একটা বিষয় তো থেকেই যায়। নেইমার গতকাল সে কাজই করলেন। জানিয়েছেন, শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন তিনি।
নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জনটা চলছিল চলতি মাসের শুরু থেকেই। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করা এবং তারপর সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো তিসেরার নেইমারকে নিয়ে মন্তব্যেই বোঝা গিয়েছিল, ক্লাব ক্যারিয়ারে চক্র পূরণ করে ঘরেই ফিরছেন নেইমার।
৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ব্যাপারটি নিশ্চিত করেছেন। সান্তোসে তাঁর অতীতের বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।’ নেইমারের পোস্টে সান্তোসের হ্যান্ডল থেকে উত্তর দেওয়া হয়, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে উপস্থাপন করবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর চার বছর খেলেছেন ক্লাবটির মূল দলে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগদানের মধ্য দিয়ে ইউরোপে যাত্রা করেন, এরপর পিএসজি ঘুরে যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালে। সেখান থেকে আবারও ঘরে ফিরলেন নেইমার।
আল হিলালে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি। ১৮ মাসে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। ক্লাবটির কোচ জর্জ জেসুস বলেই দিয়েছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই।
এদিকে আগামী বছর বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলেও ফেরা প্রয়োজন নেইমারের। সে জন্য নিয়মিত ম্যাচ খেলা দরকার। নেইমার তাই সান্তোসে ফিরে সেই কাজ করতে চান। পোস্টে নেইমার ঠিক এ কথাই বলেছেন, ‘এখন আমার আবারও খেলায় ফেরা প্রয়োজন। একমাত্র সান্তোসের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যেটা আগামী বছরের চ্যালেঞ্জগুলো সামলানোর প্রস্তুতি নিতে প্রয়োজন।’
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় গুয়ারুলহোন বিমানবন্দরে অবতরণ করবেন নেইমার। হেলিকপ্টারে করে সেখান থেকে সরাসরি চলে যাবেন সান্তোসে। পরিবারের লোকজন এবং সান্তোসের বোর্ডের সামনে সই করবেন চুক্তিপত্রে। স্থানীয় সময় বিকেলে নেইমারকে সমর্থকদের সামনে হাজির করা হবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকই পাবেন নেইমার। মাসিক বেতন পাবেন। আর এটা দেওয়া হবে, তাঁর মাধ্যমে সান্তোস যে পরিমাণ আয় করবে, সেই খাত থেকে।
সান্তোসে ফেরার মধ্য দিয়ে নেইমার আর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ব্রাজিলিয়ান ফুটবলার থাকবেন না। সৌদি ক্লাবটিতে বছরে ১০ কোটি ইউরো আয় করতেন নেইমার। চুক্তি বাতিলের পর পারিশ্রমিকে ব্রাজিলিয়ানদের মধ্যে শীর্ষে উঠে এলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। ইংলিশ ক্লাবটিতে তাঁর বেতন বছরে ২ কোটি ১৭ লাখ ইউরো। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের বেতন বছরে ২ কোটি ৮ লাখ ইউরো।