দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২০:৫৯

সেন্ট কিটসে আবারও ডটিন-ঝড়, এবার বাংলাদেশ হেরেছে ১০৬ রানে

এবার ২০ বলে ৪৯ রান করেছেন ডিয়ান্ড্রা ডটিন

সেন্ট কিটসে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ নারী দল। ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় আজ ভোরে কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিনের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রানতাড়ায় বাংলাদেশ করতে পারে ৯ উইকেটে ৯৫ রান।

১০৬ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে রানের হিসাবে বাংলাদেশের মেয়েরা এর চেয়ে বড় ব্যবধানে হেরেছেন একবারই—২০২২ সালে নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ১৩২ রানে।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়া।

সেই রেকর্ড ভাঙার পথে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন কিয়ানা। অধিনায়ক হেইলি ম্যাথুসকে নিয়ে (১৮ বলে ২৭) উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৫৩ রান যোগ করেন কিয়ানা।

৭০ রানে ওয়ানডাউন ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের (১০ বলে ১১) বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ ২০ বলে ৪৯ রান করার পথে মারেন ৫টি ছক্কা।

রানতাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার।

সিরিজের শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ সময় শনিবার সকালে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ২০ ওভারে ২০১/৬ (কিয়ানা ৬৩, ডটিন ৪৯, ম্যাথুস ২৭, গজনবী ২৪*; ফাহিমা ৩/৩৮, রাবেয়া ২/২৬, স্বর্ণা ১/২৬)।
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ৯৫/৯ (শারমিন ২২, স্বর্ণা ১৬, লতা ১৩*, নিগার ১০; ম্যাথুস ২/৬, ফ্রেজার ২/১৫, ফ্লেচার ২/২১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে জয়ী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী