সাত দলের লিগ। প্লে-অফ পর্বে উঠবে শীর্ষ চার দল, তলানির তিন দল পেয়ে যাবে ছুটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করতে পেরেছে মাত্র দুটি দলই। রংপুর রাইডার্স তো টানা আট ম্যাচ জিতে সিলেটেই নিশ্চিত করে ফেলে শীর্ষ চারে থাকা। পরশু বিপিএল ঢাকায় ফেরার পর সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফরচুন বরিশাল সঙ্গী হয় রংপুরের। তবে শীর্ষ দুইয়ে থাকা এখনো নিশ্চিত হয়নি দল দুটির। এখন পর্যন্ত বাদ পড়া নিশ্চিত হয়েছে শুধু সিলেট স্ট্রাইকার্সের।
প্লে-অফে উঠতে কিংবা শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে জায়গা পেতে কোন দলের কী হিসাব…
শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: চিটাগং কিংস ও খুলনা টাইগার্স
প্লে-অফ নিশ্চিত করেছে প্রথম আট মাচ জিতেই। শেষ দুই ম্যাচের একটিতে জিতলে নিশ্চিত শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলাও। চিটাগং কিংস আর একটি ম্যাচ হারলে শীর্ষ দুইয়ে থাকতে আর কোনো পয়েন্ট না পেলেও চলবে রংপুরের।
শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস
প্লে-অফ নিশ্চিত। রংপুরের মতোই হিসাব বর্তমান চ্যাম্পিয়নদের। একটি ম্যাচ জিতলে তো কথাই নেই, চিটাগং একটি ম্যাচ হারলে আর কোনো জয় না পেয়েই শীর্ষে দুইয়ে থাকবে বরিশাল।
ম্যাচ শেষ
প্রথম দল হিসেবে লিগ পর্বে সব ম্যাচ খেলে ফেলেছে টানা তিন ম্যাচ জেতা দুর্বার রাজশাহী। দলটির ভাগ্য এখন অন্যদের হাতে। খুলনা টাইগার্স শেষ দুই ম্যাচের একটিতে হেরে গেলেই প্লে-অফ খেলবে রাজশাহী। চিটাগং তিন ম্যাচ হেরে গেলেও রাজশাহী উঠবে প্লে-অফে। তবে খুলনা শেষ দুই ম্যাচ জিতে গেলে নেট রানরেটে নির্ধারিত হবে রাজশাহীর ভাগ্য।
শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ: রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল
নেট রানরেট ভালো থাকায় শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই প্লে-অফে উঠে যেতে পারে চিটাগং। খুলনা শেষ দুই ম্যাচেই হারলে আর কোনো ম্যাচ না জিতলেও চলবে চিটাগংয়ের। তবে দলটি যদি তিন ম্যাচেই হেরে যায়, আর খুলনা জিতে যায় দুই ম্যাচ, তখন বাদ পড়বে চিটাগং। এই শঙ্কা যেমন আছে, তেমনি শেষ তিন ম্যাচ জিতে শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারেও উঠে যেতে পারে দলটি।
শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস
চিটাগং কিংস যদি শেষ তিন ম্যাচেই হারে, তবে দুই ম্যাচ জিতলেই শেষ চারে যাবে খুলনা টাইগার্স। চিটাগং এক ম্যাচ জিতলে ও খুলনা দুই ম্যাচ জিতলে রাজশাহী, খুলনা ও চিটাগংয়ের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন আসবে নেট রানরেটের হিসাব। এক ম্যাচ জিতে খুলনার পরের পর্বে যেতে হলে, চিটাগংকে শেষ তিন ম্যাচে বাজেভাবে হারতে হবে।
শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স
খুবই কঠিন সমীকরণ ঢাকা ক্যাপিটালসের। শেষ দুই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। চিটাগং আর একটি কিংবা খুলনা দুটি ম্যাচ জিতলেই বাদ ঢাকা।
শেষ ম্যাচের প্রতিপক্ষ: চিটাগং কিংস
সিলেট আগেই বাদ পড়ে গেছে।