এবার হামজা চৌধুরীর ঠিকানা ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেড। বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ডে ধারে খেলার পর এবার ধারে তিনি খেলবেন শেফিল্ডে। চুক্তিতে স্থায়ীভাবে সেখানে থেকে যাওয়ার শর্তও আছে।
২৭ বছর বয়সী হামজার সঙ্গে লেস্টার সিটির চুক্তির এখনো আড়াই বছর বাকি। তবে চলতি মৌসুমে ম্যাচ খেলার তেমন একটা সুযোগই হচ্ছে না তাঁর। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৪টিসহ সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ।
সব মিলিয়ে লেস্টারের হয়ে ৯১ ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা। ক্লাবের ওয়েবসাইটে এই মিডফিল্ডার বলেছেন, ‘কয়েক সপ্তাহ ধরেই এটা চলছে, কিন্তু এখানে আসতে পেরে ও খেলার জন্য প্রস্তুত হয়ে আমি এখন খুশি।’
ওয়াটফোর্ডে ধারে খেলার সময় ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে কাজ করেছেন হামজা। তাঁর ফোনেই নাকি শেফিল্ড ইউনাইটেডে তিনি, ‘ওয়াটফোর্ডে কোচের সঙ্গে কিছুদিন কাজ করেছি। খুব অল্প সময় ছিল, তবে উপভোগ করেছি। যখন তিনি ফোন করলের, আমার কাছে একটা অপশনই ছিল।’
ক্লাবও হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশি ব্লেড’। শেফিল্ড ইউনাইটেডের নিকনেম দ্য ব্লেডস।
হামজা অবশ্য এখনো বাংলাদেশের হয়ে মাঠে নামেননি। গত ১৯ ডিসেম্বর ফিফা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র দিয়েছে।