দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৭:২৯

টানা তিন ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর মালিক—আমরা সব সময় বোনাস দিই

টানা ৩টি ম্যাচে জিতল রাজশাহী

এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত দল কোনটি? সহজ উত্তর—দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানও বিপিএলের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

খেলোয়াড়দের টাকাপয়সা আর হোটেল বিল বিতর্কের জের তো এখনো কাটেনি। এর মধ্যে টানা তিন ম্যাচ জেতার পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম পর্বেই রাজশাহী বিতর্ক সামনে উঠে আসে। ১৭ জানুয়ারি চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচের এক দিন আগে খেলোয়াড়েরা প্রতিশ্রুত প্রথম ২৫ শতাংশ টাকা না পাওয়ার প্রতিবাদে অনুশীলন করেননি।

চট্টগ্রামে যে হোটেলে থেকেছেন, সেখানেও হয়েছে ঝামেলা। এরপর ঢাকায় ফিরে খেলা প্রথম ম্যাচে তো পাওনা না পেয়ে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি।

অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম।

শফিকুর রহমান

রাজশাহী অবশ্য স্থানীয় ক্রিকেটারদের নিয়েই হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা রংপুরকে। আর গতকাল হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। জয় দিয়ে লিগ পর্ব শেষ করা রাজশাহীর চোখে এখন প্লে-অফের স্বপ্ন। সে কারণেই উচ্ছ্বসিত রাজশাহীর মালিক, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

বোনাসের প্রশ্নে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’

রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে পেসার তাসকিন আহমেদের নেতৃত্বে। যদিও তিনি দায়িত্ব নেন গত ২০ জানুয়ারি। এর আগে অধিনায়ক ছিলেন এনামুল হক।

তাসকিন আহমেদের নেতৃত্বে রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে
তাসকিন আহমেদের নেতৃত্বে রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে

বর্তমান অধিনায়ক তাসকিনের প্রশংসা করেছেন শফিকুর রহমান, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেনসি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’

গ্রুপ পর্বে রাজশাহীর সব ম্যাচ শেষ। ১২ ম্যাচে তারা জিতেছে ৬টিতে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী