দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৭:৫২

সেন্ট কিটসে ডটিন-ঝড়, বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

২১ বলে ফিফটি করেছেন ডিয়ান্ড্রা ডটিন

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানার দল ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজও শুরু করল হার দিয়ে। সেন্ট কিটসে বাংলাদেশ সময় আজ ভোর রাতে শুরু প্রথম ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮ উইকেটে।

তিন মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবীয় মেয়েরা বাংলাদেশকে হারিয়েছিল ৮ উইকেটে। শারজায় সেদিন বাংলাদেশের ১০৩ রান ৪৩ বল হাতে রেখেই পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। এবার সেন্ট কিটসে নিগাররা করেছিলেন ৩ উইকেটে ১৪৪ রান। ২০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা বাংলাদেশের সর্বোচ্চ। ডিয়ান্ড্রা ডটিনের রেকর্ড ফিফটিতে রানটা ১৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার। ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিগারের এটি অষ্টম ফিফটি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ব্যক্তিগত সর্বোচ্চও এটি। গত অক্টোবরে শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের সর্বোচ্চ ৩৯ রানও করেছিলেন নিগার।

ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা
ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা

বাংলাদেশের হয়ে ৪১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শারমিন আক্তার। তৃতীয় উইকেটে ৬২ বলে দুজন যোগ করেন ৮২ রান।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৮.৩ ওভারে  ক্যারিবীয়দের ৬৩ রান এনে দেন কিয়ানা জোসেফ (২১ বলে ২৯) ও অধিনায়ক হেইল ম্যাথুস (৫৪ বলে অপরাজিত ৬০)। লেগ স্পিনার ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা ও শেমাইনে ক্যাম্পবেলকে ফিরিয়ে একটু আশা জাগিয়েছিলেন।

তবে এরপর ব্যাটিংয়ে নামা ডিয়ান্ড্রা ডটিন এক ফুৎকারে উড়িয়ে দেন সেই আশা। ২২ বলেই ৭ ছক্কায় ৫১ রান করে দলকে ১৭তম ওভারেই জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ২১ বলে ফিফটি ছুঁয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ডটিন, ভেঙেছেন ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেরই গড়া ২২ বলের রেকর্ড।

হেইলি ম্যাথুস করেছেন ৬০ রান
হেইলি ম্যাথুস করেছেন ৬০ রান

মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষেও এটি দ্রুততম ফিফটি। ২০২০ সালে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার আলিসা হিলি ২৬ বলে ফিফটি করেছিলেন।

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শনিবার ভোরে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডিয়ান্ড্রা ডটিন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী