মাহমুদুল হাসানের সরাসরি থ্রোতে মাহমুদউল্লাহ রানআউট। পরের বলেই আউট মুশফিকুর রহিমও। টানা ২ বলে উইকেট হারানো বরিশালের সমীকরণটা তখন ৫ উইকেট হাতে রেখে ২১ বলে ৩৬ রানের।
বরিশাল যদি কোনো দুশ্চিন্তায় পড়ে, তবে তা একঝটকাতেই উড়িয়ে দিলেন নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। আবু হায়দারের করা ১৭তম ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে ফাহিমকে স্ট্রাইক দিলেন নবী। পাকিস্তানি অলরাউন্ডার প্রথম ২ বলেই চার আর ছক্কায় তুলে নিলেন ১০ রান।
৩ ওভারে যখন ২৫ রান দরকার, খুলনার পেসার হাসান মাহমুদ ইয়র্কার করতে গিয়ে দিয়ে দিলেন দুটি ওয়াইড। পরের ৫ বলে ৪ রান দিলেও হাসানের ওভারের শেষ বলে ছক্কা মেরে ২ ওভারে ১৩ রানের সমীকরণ বানিয়ে ফেলেন নবী। নাসুম আহমেদের করা পরের ওভারের প্রথম বলে আরেকটি ছক্কা ফাহিমের। ম্যাচ তখন পুরোপুরিই বরিশালের হাতে। এরপর ধীরেসুস্থে খেলেই ৫ বল হাতে রেখে ১৮৮ রানের লক্ষ্য ছুঁয়ে ৫ উইকেটে জিতে গেল ফরচুন বরিশাল।
দশম ম্যাচে পাওয়া অষ্টম এই জয়ে পয়েন্ট তালিকায় রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলল বরিশাল। তবে দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচ হারা রংপুর শীর্ষে আছে নেট রান রেটে এগিয়ে থাকায়। অন্যদিকে ১০ ম্যাটে ৮ পয়েন্ট নিয়ে খুলনা আছে পাঁচে।

৫ উইকেট হারানোর পর ১৬ বলে ৩৬ রানের জুটি গড়ে বরিশালকে জিতিয়েছেন ফাহিম আশরাফ (বাঁয়ে) ও মোহাম্মদ নবী।
নবী ১০ বলে ১৫ ও আগের ম্যাচে ৭ রানে ৫ উইকেট নেওয়া ফাহিম ৬ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। তবে ম্যাচসেরা হয়েছেন ৩৭ বলে ৬৩ রান করা ইংলিশ ব্যাটসম্যান ডেভিড ম্যালান। দলটির হয়ে এ ছাড়া ২০ ছাড়িয়েছেন একবার জীবন পাওয়া তামিম ইকবাল (২৫ বলে ২৭), মুশফিক (১৭ বলে ২৪) ও মাহমুদউল্লাহ (১৩ বলে ২৪)।
এর আগে ‘দশে মিলেই’ গড়েছেন খুলনাকে ১৮৭ রান এনে দেন ব্যাটসম্যানরা। মোহাম্মদ নাঈম করেছেন সর্বোচ্চ ৫১ রান। ২৭ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন খুলনা ওপেনার। মোহাম্মদ নেওয়াজ ছাড়া ব্যাটিংয়ে নামা অন্য ছয়জনই কমপক্ষে ২০ রান করেছেন।
এই ছয়ের মধ্যে মাহিদুল ইসলামের নামটা আলাদা করে লিখতেই হয়। ২ চার ও ৩ ছক্কায় ১২ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন উইকেটকিপার–ব্যাটসম্যান। মাহিদুলের ক্যামিওতেই শেষ ১৫ বলে ৩৭ রান যোগ করতে পারে খুলনা।
এবারের বিপিএলে আজই প্রথম খেলতে নামা পেসার ইবাদত হোসেনের করা শেষ ওভারের প্রথম ২ বলেই ছক্কা মারেন মাহিদুল। পরের ৩ বলে অবশ্য মাহিদুলকে একটি রানও নিতে দেননি চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইবাদত। ষষ্ঠ বলটি ওয়াইড হওয়ায় পাওয়া বাড়তি বলটিতে ২ রান নিয়ে ইনিংস শেষ করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইলিয়াম বোসিস্টো।

ফিফটি করার পথে খুলনা ওপেনার মোহাম্মদ নাঈম।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে (১৮ বলে ২৯) নিয়ে উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৪৭ রান যোগ করেন নাঈম। এবারের বিপিএলে তৃতীয় ফিফটি পাওয়া নাঈম এরপর দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে (১৫ বলে ২০) নিয়ে যোগ করেন ৫২ রান। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই শেষ দিকে ঝড় তোলেন মাহিদুল।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০ ওভারে ১৮৭/৫ (নাঈম ৫১, আফিফ ৩২, মিরাজ ২৯, মাহিদুল ২৭*, রস ২০, বোসিস্টো ২০*; ফাহিম ২/৪৯)।
বরিশাল: ১৯.১ ওভারে ১৮৮/৫ (ম্যালান ৬৩, তামিম ২৭, মুশফিক ২৪, মাহমুদউল্লাহ ২৪, ফাহিম ১৮*, নবী ১৫*; হায়দার ২/৩৫)।
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।