২০২৪ সালে মাত্র ১৪.৯২ গড়ে ৭১ উইকেট। টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে তাঁর চেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট নেই আর কারও।
স্বীকৃতিটা তাই যশপ্রীত বুমরার প্রাপ্যই ছিল। বুমরা তা পেলেনও। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের এই তারকা ফাস্ট বোলার।
ওয়ানডের বর্ষসেরা হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। আইসিসি আজ নিজেদের ওয়েবসাইটে এই দুই সংস্করণে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।
চলমান ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও অন্যতম সেরা পারফরমার বুমরা। নিজেদের মাঠে কিংবা প্রতিপক্ষের মাঠে—বল হাতে সব জায়গাতেই তিনি ভয়ংকর। পিঠের দীর্ঘ চোট থেকে সেরে ওঠার পর ভারতীয় দলে ফিরেছেন ২০২৩ সালের আগস্টে। তখন থেকেই দারুণ ছন্দে। উইকেট শিকারের নেশায় মেতে গড়ে যাচ্ছেন রেকর্ডের পর রেকর্ড।
টেস্টে গত বছরের শীর্ষ উইকেটশিকারিও বুমরা। ৭১ উইকেট নিতে খেলেছেন ১৩ ম্যাচ। দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি তাঁর। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে বুমরা গত বছর ৩৫৭ ওভার বল করেছেন। দ্রুত রান তোলার এই যুগেও তাঁর ইকোনমি রেট ২.৯৬।
টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ৭০ উইকেট নেওয়া ১৭তম বোলার বুমরা। কপিল দেব, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিনের পর ভারতের চতুর্থ।
২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন বুমরা। নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা সিরিজে নিয়েছেন ১৯ উইকেট। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট নিয়ে সিরিজ–সেরাও হয়েছেন। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার সেই সিরিজেই বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন।
আজমতউল্লাহ ওমরজাইয়েরও ২০২৪ সাল অসাধারণ কেটেছে। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার ১৪ ওয়ানডে খেলে ৫২.১২ গড়ে করেছেন ৪১৭ রান, ২০.৪৭ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। গত বছর তিনি আফগানদের দ্বিতীয় শীর্ষ রান সংগ্রাহক (শীর্ষে রহমানউল্লাহ গুরবাজ) ও দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি (শীর্ষে আল্লাহ গজনফর)।
গত বছর ১২ ইনিংস ব্যাট করে ৪টিতে অপরাজিত ছিলেন ওমরজাই। সেঞ্চুরি করেছেন একটি, ফিফটি তিনটি। ক্যারিয়ার–সেরা ১৪৯ রানের ইনিংসটা উপহার দিয়েছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো আফগানিস্তানের ওয়ানডে সিরিজ জয়েও রেখেছেন বড় অবদান।
শারজায় নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খালি হাতে ফিরলেও সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ৭০ রান করে আফগানিস্তানকে জেতান। সেই ম্যাচে ৪ উইকেটও নিয়েছিলেন তিনি।
এ ছাড়া ওয়ানডেতে মেয়েদের বর্ষসেরা হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতের এই ওপেনার গত বছর ১৩ ওয়ানডে খেলে করেছেন ৭৪৭ রান।