দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১০:৪১

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

আউট হয়ে হতাশ এক ব্যাটার

বাংলাদেশের ইনিংসের পরেই তো ম্যাচ শেষ!

২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রান করে ভারতের মেয়েদের আটকানো বেশ কঠিনই। সেটা পারেওনি বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের ৬৪ রান ভারত পেরিয়ে গেছে  ১২.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই। বড় এই হারে বিশ্বকাপ থেকেও ছিটকে গেছে বাংলাদেশ, আর ভারত নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা।

এমনিতেই সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ছিল পয়েন্ট তালিকার ৪ নম্বরে। অস্ট্রেলিয়া ও ভারত এই পর্বে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তাদের পয়েন্ট হয়েছে ৬, ভারতেরও বাংলাদেশকে হারানোর পর তাদের পয়েন্টও হয়েছে ৬।

যেহেতু সুপার সিক্সে প্রতিটি দলের মাত্র ২টি ম্যাচ, বাংলাদেশসহ এই গ্রুপে থাকা অন্য কোনো দলের পয়েন্ট ৬ হওয়া সম্ভব নয়। তাতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। এই পর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে। সেটি অবশ্য নিয়ম রক্ষার ম্যাচই হতে যাচ্ছে।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ হেরেছিল ৪৭ রানে। আজও মূলত সেই ব্যাটিং ব্যর্থতাতেই হেরে গেছে মেয়েরা। ৯.৩ ওভারে ২২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সুমাইয়া আক্তারের দল। সংগ্রহটা যে বড় হবে না, সেটা তো তখন নিশ্চিতই হয়ে গেছে।

শেষ পর্যন্ত বাংলাদেশ তুলতে পারে ৬৪ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমাইয়া। জবাবে ত্রিশা গঙ্গাদির ৩১ বলে ৪০ রানের ইনিংসে হেসেখেলে জয় পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল:২০ ওভারে ৬৪/৮ ( সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫, শবনম ১/৭)
ভারত অনূর্ধ্ব ১৯ দল: ৭.১ ওভারে ৬৬/২( ত্রিশা ৪০, সনিকা ১১; আনিসা ১/২৯, হাবিবা ১/১৫)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা:  বৈষ্ণবী শর্মা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী