খো খো বিশ্বকাপে গতকাল শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষেই ছিল বাংলাদেশ। আজ নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকেও হেসেখেলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের ছেলেরা।
দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আজ ছেলেরা জিতেছে ১০৯ পয়েন্ট ব্যবধানে (১১৯–১০)। টানা তিন জয়ে ‘সি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।
আগামীকাল বিকেলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পোল্যান্ড। সেই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে খেলতে নামবে ছেলেরা। এমনকি হারলেও গ্রুপের শীর্ষে থাকার সম্ভাবনাই বেশি। কারণ, গ্রুপের অন্য কোনো দলের বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ জেতার সুযোগ নেই; পয়েন্ট ব্যবধানেও বাকিদের চেয়ে যোজন–যোজন এগিয়ে।
তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯। স্কোর করেছে ২৫৮ পয়েন্ট। বিপরীতে প্রতিপক্ষরা বাংলাদেশের বিপক্ষে স্কোর করতে পেরেছে মাত্র ৬০ পয়েন্ট। অর্থাৎ পয়েন্টের ব্যবধান ১৯৮।
দুই ম্যাচে একটি করে জয়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট সমান ৩; কিন্তু বেশি স্কোর করায় লঙ্কানরা গ্রুপের দুইয়ে এবং কোরিয়ানরা তিনে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্র আছে চার নম্বরে। মার্কিন ছেলেদের পয়েন্টও ৩। তবে তারা শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়ার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। এখনো কোনো ম্যাচ জিততে না পোল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত।
এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরাও বড় জয় পেয়েছে। গতকাল শ্রীলঙ্কাকে ৬৫ পয়েন্ট ব্যবধানে হারিয়ে আসরে শুভসূচনা করা মেয়েরা আজ জার্মানিকে উড়িয়ে দিয়েছে ১০৫–১৮ পয়েন্টে; জয় পেয়েছে ৮৭ পয়েন্ট ব্যবধানে। টানা দুই জয়ে মেয়েরাও কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে।
‘সি’ গ্রুপে মেয়েদের শেষ দুটি ম্যাচই আগামীকাল—বিকেলে প্রতিপক্ষ নেপাল, রাতে ভুটান। দুই ম্যাচের একটিতে জিতলেই ছেলেদের পর মেয়েরাও কোয়ার্টার ফাইনালে উঠে যাবে।