দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০২:২৬

ঘরের কথা বাইরে আসায় চটেছেন সাব্বির

সাব্বির রহমান

নিজ দলের ক্রিকেটার সাব্বির রহমানের ‘শৃঙ্খলাভঙ্গে’র ঘটনা সংবাদমাধ্যমে নিজেই ফাঁস করে দিয়েছিলেন বিপিএলের দল ঢাকা ক্যাপিটালের কোচ খালেদ মাহমুদ। সাব্বির নাকি টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত থেকেছিলেন। শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে তাঁকে ম্যাচ না খেলানোর কথাও জানিয়েছিলেন মাহমুদ।

তবে মাহমুদের আশা ছিল এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাব্বির তেতে উঠে এমন কিছু করবেন, যাতে ঢাকা কাটিয়ে উঠবে দুঃসময়। এরপরও ৭ জানুয়ারি সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাত্র ২ রান করে আউট হয়ে যান অনেক দিন ধরে জাতীয় দল থেকে দূরে থাকা সাব্বির। তবে কাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের রাতে ঠিকই তেতে উঠলেন তিনি। সেটা মাঠে যেমন, মাঠের বাইরেও।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী