দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১৪:০৮

‘শাস্তি’ পেয়েছিলেন বলে খেলেননি সাব্বির

শাস্তির কারণে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে পারেননি সাব্বির রহমান

গত বিপিএলে দল পাননি। এবার যা–ও তাঁকে ঢাকা ক্যাপিটালস নিল, খেলায়নি প্রথম তিন ম্যাচের একটিতেও। একজন ক্রিকেটারকে তাঁর দল না–ই খেলাতে পারে, এটা বিশেষ কিছু নয়। তবে আজ ঢাকার কোচ খালেদ মাহমুদের কথা শুনে মনে হলো, এবারের বিপিএলে সাব্বিরের এখনো একটি ম্যাচও না খেলাটা বিশেষ কিছুই।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশের আউটার স্টেডিয়ামে অনুশীলন শেষে মাহমুদ সাংবাদিকদের সোজাসাপটা বলে দেন, সাব্বিরের এখনো মাঠে নামতে না পারাটা মূলত শৃঙ্খলাজনিত কারণে। এটা একধরনের শাস্তিমূলক ব্যবস্থাই ছিল।

মিরপুরে এবারের বিপিএলে ঢাকা প্রথম ম্যাচ খেলে ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিন। সেই ম্যাচে টিম কম্বিনেশনের কারণে নেওয়া হয়নি সাব্বিরকে। এরপর ২ ও ৩ জানুয়ারি পরের দুই ম্যাচেও খেলেননি সাব্বির।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী