দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৭

সাকিব আল হাসান বর্তমানে কোথায় আছেন?

বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান

পাকিস্তান সিরিজে জয় লাভের পর আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করে ক্রিকেটারদের ফেরাটা এবার বিশেষ আনন্দময় হবে। তবে এই আনন্দযাত্রায় সাকিব আল হাসান থাকবেন না।

বাংলাদেশ দল করাচি থেকে দুবাই এবং দোহা হয়ে ঢাকায় ফিরছে দুই ভাগে। দুবাই হয়ে যাওয়া দলের সদস্যরা আজ রাত সাড়ে ১১টায় এবং দোহা হয়ে আসা দলের সদস্যরা রাত ২টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।

কিন্তু সাকিব আল হাসান পাকিস্তান থেকে দেশে ফিরে আসবেন না। তিনি ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন। সাকিব বর্তমানে সেই পথে রয়েছেন।

সাকিব করাচি ছেড়ে দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে ছিলেন, তবে দলের সঙ্গে দেশে ফিরে আসেননি। তিনি দুবাই থেকে সরাসরি লন্ডনের ফ্লাইট ধরেছেন। সারের হয়ে ৯ সেপ্টেম্বর টন্টনে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলবেন তিনি।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারত সফরে যাবে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে এবং সাকিবও সেই দলে থাকবেন। সাকিবের ইংল্যান্ড সফরের প্রয়োজনীয়তা নিয়ে কিছু আলোচনা ছিল, তবে শেষ পর্যন্ত তাকে সারের সঙ্গে চুক্তি অনুযায়ী একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে পাঠানো হয়েছে।

ভারত সফরের জন্য বাংলাদেশ দল ৯ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে। সাকিব ছাড়া আরও কয়েকজন কোচিং স্টাফ আজ দলের সঙ্গে দেশে ফিরছেন না। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প ঢাকা ফিরে কিছুদিন ছুটি কাটানোর পর ভারতে যাওয়ার আগে ফিরে আসবেন।

দেশে ফিরে ক্রিকেটাররা কিছুদিন ছুটিতে থাকবেন, তবে ভারত সফরের প্রস্তুতির জন্য অনুশীলন শুরু করবেন ৯ সেপ্টেম্বর থেকে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট