দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৬

দেশে ফিরলেন পাকিস্তানে ইতিহাস গড়ার বাংলাদেশের ক্রিকেট নায়করা

মানবন্দরে নেমেই বাংলাদেশের ক্রিকেটাররা অভ্যর্থনার জোয়ারে ভেসে গেলেন। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বিসিবির কয়েকজন পরিচালকসহ অনেকেই। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় শেষে বাংলাদেশ ক্রিকেট দল বুধবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে এসে ক্রিকেটাররা সবার কাছ থেকে অভিনন্দন গ্রহণ করেন। ফুলের তোড়া নিয়ে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু ও ফাহিম সিনহা।

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আগে ১৩ টেস্টের মধ্যে ১২টিতে হারলেও এবার স্বাগতিকদের নিয়ে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় এবং দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটে জয় নিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান থেকে দুই ভাগে দেশে ফিরছে। প্রথম ভাগে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম অনিক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলামসহ প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাকি সদস্যরা আজ রাত ২টায় দেশে ফিরবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী