দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৫:২৬

‘টাইমড আউট’ নাটকের ম্যাচে চিটাগংকে হারিয়ে শুরু খুলনার

ঘটনাবহুল ম্যাচে চিটাগং কিংসে সহজে হারিয়ে বিপিএল অভিযান শুরু করেছে খুলনা টাইগার্স

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ‘টাইমড আউটের’ সঙ্গে জড়িয়ে সাকিব আল হাসানের নাম। দেশে রাজনৈতিক পটপরিবর্তন না হলে চিটাগং কিংসের হয়ে নিশ্চয় এই ম্যাচও খেলতেন সাকিব।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে অনাপত্তিপত্র পেলে প্রথম ‘টাইমড আউটের’ ভুক্তভোগী অ্যাঞ্জেলো ম্যাথুস হতেন চিটাগংয়ে সাকিবের সতীর্থ। সে ক্ষেত্রে ‘টাইমড আউট’ সংক্রান্ত দ্বিতীয় ঘটনার সাক্ষী হতে পারতেন সাকিব ও ম্যাথুস।

কিন্তু তা হলো না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘মহানুভবতা’ দেখিয়ে তা হতে দিলেন না খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে নামতে দেরি করায় চিটাগংয়ের টম ও’কনেলকে আউট দেন আম্পায়ার। ও’কনেলের বিরুদ্ধে আবেদনটা খুলনার অধিনায়ক মিরাজই প্রথম করেছিলেন। এ নিয়ে মাঠের আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অনেক বিতর্কও হয়। শেষ পর্যন্ত নিজের মত পরিবর্তন করে ও’কনেলকে ফিরিয়ে আনেন মিরাজ। সেই ও’কনেল আউট হন প্রথম বলেই; সেটাও মিরাজকে ক্যাচ দিয়েই!

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী