দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২৩

টেন্ডুলকারকে সম্মাননা মেলবোর্ন ক্রিকেট ক্লাবের

কিংবদন্তি শচীন টেন্ডুলকার

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তিকে এই সম্মাননা দেওয়ার বিষয়টি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ক্লাবটি।

এমসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একজন আইকনকে আমরা সম্মান জানালাম। এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলাটিতে তাঁর অসামান্য অবদানের কথা স্বীকার করে একটি সম্মানসূচক ক্রিকেট সদস্যপদ গ্রহণ করেছেন।’

১৮৩৮ সালে প্রতিষ্ঠিত এমসিসি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ক্রীড়া ক্লাব। ক্রিকেটের বিখ্যাত ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ এই ক্লাবটিই করে আসছে। অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে বক্সিং ডে টেস্ট এমসিজিতেই চলছে।

দুই যুগের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে টেন্ডুলকার এমসিজিতে পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। ১৭ ইনিংসে ৪০ ছুঁই ছুঁই গড়ে করেছেন ৬৩৯ রান। একটি সেঞ্চুরির সঙ্গে আছে পাঁচটি ফিফটি।

ইতিহাসের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলা টেন্ডুলকার ওয়ানডে খেলেছেন ৪৬৩টি, টি–টোয়েন্টি খেলেছেন একটি। ৩৪৩৫৭ রান নিয়ে তিনিই আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ রানসংগ্রাহক। এমসিজিতে টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেও তাঁর রান সর্বোচ্চ—৪৪৯।

টেন্ডুলকারের জন্য বিখ্যাত কোনো ক্লাবের সদস্যপদ পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১২ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার আরেক মর্যাদাপূর্ণ ক্লাব সিডনি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য। ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন ২০১৪ রানে। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হন ২০১০ সালে।

অস্ট্রেলিয়া সরকারও ক্রিকেটে টেন্ডুলকারের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালে দেশটির সরকার তাঁকে সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় ভূষিত করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী