আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী, ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ৯ মার্চ ফাইনালের ভেন্যু লাহোর। তবে ভারত ফাইনালে উঠলে লাহোরের পরিবর্তে খেলা হবে দুবাইয়ে।
আইসিসি জানিয়েছে, প্রথম সেমিফাইনালে ভারত থাকবে (যদি উঠতে পারে) এবং ম্যাচটি খেলা হবে দুবাইয়ে। একইভাবে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান থাকবে (যদি উঠতে পারে) এবং খেলা লাহোরে হবে। যেহেতু ভারত–পাকিস্তান গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হবে, তাই ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।
সূচি
তারিখ | মুখোমুখি | ভেন্যু |
---|---|---|
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান–নিউজিল্যান্ড | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ–ভারত | দুবাই |
২১ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান | করাচি |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–ইংল্যান্ড | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান–ভারত | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ–নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি | ইংল্যান্ড–আফগানিস্তান | লাহোর |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ–পাকিস্তান | রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–আফগানিস্তান | লাহোর |
১ মার্চ | ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা | করাচি |
২ মার্চ | ভারত–নিউজিল্যান্ড | দুবাই |
৪ মার্চ | ১ম সেমিফাইনাল | দুবাই |
৫ মার্চ | ২য় সেমিফাইনাল | লাহোর |
৯ মার্চ | ফাইনাল | লাহোর |
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করার পর। তাঁদের সাক্ষাৎ হয়েছে পাকিস্তানে। শেখ নাহিয়ান আরব আমিরাতের সিনিয়র মন্ত্রী এবং আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান।