দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৪:৪৫

১৮০ মিনিট গাইবেন রাহাত ফতেহ আলী

রাহাত ফতেহ আলী খান

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএল মিউজিক ফেস্ট চলবে সাত ঘণ্টার বেশি সময় ধরে। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ছাড়াও এতে গান গাইবে বাংলাদেশর জনপ্রিয় ব্যান্ড মাইলস, থাকবে সংগীতশিল্পী রাফা, জেফার, মুজা ও সঞ্জয়ের পরিবেশনাও। তবে মূল আকর্ষণ স্বাভাবিকভাবেই রাহাত ফতেহ আলী।

বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হলেও সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত ৮টা ৩০ মিনিটে। তাঁর ও তাঁর দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে। এর আগে গান গাইবেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও ব্যান্ড দল মাইলস।

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, এক মিনিট নীরবতা পালনসহ প্রয়াত উপদেষ্টার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো আজ মিরপুরের বিসিবি কার্যালয়েও জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত।

৩০ ডিসেম্বর থেকে শুরু এবারের বিপিএলের থিমই যেহেতু জুলাই-আগস্টের আন্দোলনকে ধারণ করে, বিপিএল মিউজিক ফেস্টেও থাকবে তার ছাপ। আন্দোলন নিয়ে এভি (অডিও–ভিজ্যুয়াল) প্রদর্শন করা হবে অনুষ্ঠানে, মঞ্চে তোলা হবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ‘জুলাই টিম’কে।

রাফার সংগীত পরিবেশনের মাধ্যমে গানবাজনার পর্ব অবশ্য শুরু হয়ে যাবে আগেই। মাঝে সংক্ষিপ্ত বক্তৃতা পর্বের পর মঞ্চে আসবেন তিন শিল্পী—জেফার, মুজা ও সঞ্জয়। বিপিএলের থিম সংও থাকবে তাঁদের ৪০ মিনিটের পর্বে। এরপর এক ঘণ্টার পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।

পরের মিনিট বিশেক বিপিএলের এভি প্রদর্শন ছাড়াও হবে সাউন্ড শো, টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজির পতাকা প্রদর্শন, গ্রাফিতি অ্যানিমেশন, আতশবাজির উৎসব ও বিপিএলের ট্রফি প্রদর্শন। এরপরেই মঞ্চে আসবেন মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। মূলত আজ তাঁর এই কনসার্টের মধ্য দিয়েই বেজে উঠবে এবারের বিপিএলের ঝংকার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী