দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৮:৪৩

অবশেষে বাবর রান পেলেন, সিরিজ জিতল পাকিস্তান

পাকিস্তানের সিরিজ জয়

পাকিস্তানের বিপক্ষে একাই লড়ছিলেন হাইনরিখ ক্ল্যাসেন। খেলেছেন ৭৪ বলে ৯৭ রানের ইনিংস। ক্ল্যাসেনের দুর্দান্ত ইনিংসের দিনে অন্য প্রোটিয়া ব্যাটসম্যানদের ব্যর্থতায় কেপটাউনে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।

টসে হেরে আগে ব্যাটিং করে পাকিস্তান তুলেছিল ৩২৯ রান। জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৪৮ রানে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল মোহাম্মদ রিজওয়ানের দল। যা টানা তৃতীয় ওয়ানডে সিরিজ ও সব সংস্করণ মিলিয়ে টানা পাকিস্তানের পঞ্চম সিরিজ জয়।

জয়ের পাশাপাশি পাকিস্তানের জন্য সুখবর সর্বশেষ ২২ আন্তর্জাতিক ইনিংসে বাবর আজমের পাওয়া প্রথম ফিফটি। ৭৩ রানের ইনিংস খেলা বাবর রিজওয়ানকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১১৫ রানের জুটি। পাকিস্তান বড় সংগ্রহের ভিত পায় এই জুটিতেই।

তবে পাকিস্তানের সংগ্রহ ৩২৯ রান হয় মূলত কামরান গুলামের ৩২ বলে ৬৩ রানের ইনিংসে। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ফিফটি করেন মাত্র ২৫ বলে। পাকিস্তান অধিনায়ক রিজওয়ানও প্রায় ১০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন, করেন ৮২ বলে ৮০ রান।

শেষদিকে কামরানকে যোগ্য সঙ্গ দিয়েছেন সালমান আগা ও শাহিন শাহ আফ্রিদিরা। সালমান করেন ৩০ রান, আফ্রিদি ৯ বলে ১৬। তাতে শেষ ১২ ওভারে পাকিস্তান তোলে ১২৮ রান।

৩৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি, এইডেন মার্করাম ও ডেভিড  মিলাররা শুরু পেয়েছেন, তবে ইনিংস বড় করতে পারেননি। শুধু ক্ল্যাসেনই বড় ইনিংস খেলতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন ডি জর্জি। পাকিস্তানের হয়ে ৪ উইকেট পেয়েছেন আফ্রিদি।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩৩০/১০(রিজওয়ান ৮০, বাবর ৭৩, কামরান ৬৩, মাফাকা ৪/৭২, ইয়ানসেন ৩/৭১)

দক্ষিণ আফ্রিকা: ২৪৮/১০( ক্ল্যাসেন ৯৭, ডি জর্জি ৩৪; আফ্রিদি ৪/৪৭, নাসিম ৩/৫৭)

ফল: পাকিস্তান ৮১ রানে জয়ী

সিরিজ: পাকিস্তান ২–০ ব্যবধানে এগিয়ে

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী