দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১৩:১৪

লিটন শেষ ম্যাচে রান পাবেন, আশাবাদী সিমন্স

লিটন দাস

প্রথম ম্যাচে ০, দ্বিতীয় ম্যাচে ৩—সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতে এই ছিল লিটন দাসের ব্যাটিং। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও নেতৃত্বের জন্য প্রশংসিতই হয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রথম টি-টোয়েন্টির পর মেহেদী হাসান আর দ্বিতীয় টি-টোয়েন্টির পর শামীম হোসেনের কণ্ঠে অধিনায়ক লিটনের প্রশংসা শোনা গেছে।

এবার লিটনের নেতৃত্বের প্রশংসা করলেন কোচ ফিল সিমন্স। বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ অধিনায়কত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ব্যাট হাতেও ভালো করবেন বলে তিনি আশাবাদী।

ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম দুটি ম্যাচেই জিতেছে। প্রথমটিতে ১৪৭ রান আর দ্বিতীয়টিতে ১২৯ রানের পুঁজি নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে আটকে দিয়েছে লিটনের দল।

ডানহাতি এ ব্যাটসম্যান ওয়ানডে সিরিজের দলে থাকলেও সেবার নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। কোচ সিমন্সের মতে, দুই সংস্করণের পুরো দল প্রায় একই হলেও নেতৃত্বের মাধ্যমে নিজেকে আলাদা করতে পেরেছেন লিটন, ‘দুই ম্যাচেই লিটন খুবই ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। যে কয়টা দিন আমরা কাটালাম, সে নেতার ভূমিকায় ছিল। আর রান না পাওয়াটা শুধু ওর জন্য নয়, দলের জন্যও ভালো ব্যাপার নয়। তবে আমরা লড়াইয়ের জন্য যে রান দরকার, সবাই তো আর সে রান করতে পারবে না। আমি আশাবাদী, শেষ ম্যাচে লিটন ভালো করবে।’

টি-টোয়েন্টির আগে তিন ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে ধবলধোলাই হলেও টেস্ট সিরিজে সমতা ছিল ১-১। সিমন্সের মতে, মোটের ওপর সফরটা বাংলাদেশের জন্য ভালোই কেটেছে, ‘সফরে যত সময় গড়িয়েছে, আমরা তত ভালো খেলেছি। এমনকি ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পরও আমরা টি-টোয়েন্টিতে ভালো করেছি।’

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততে পারলে বাংলাদেশ তৃতীয়বারের মতো কোনো দলকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করবে। সিমন্স অবশ্য ধবলধোলাইয়ের চেয়েও জয় দিয়ে সফর শেষ করার দিকে বেশি মনোযোগী, ‘আমি হোয়াইটওয়াশ বা এ রকম কিছু জানি না। আমি শুধু জানি, দুটি ম্যাচ জিতেছি, আরেকটা জিততে হবে। আপনারা এটিকে যা-ই বলুন, আমরা জিততে চাই। আমি হোয়াইটওয়াশে বিশ্বাসী নই। আমি বিশ্বাসী সিরিজ জয়ে, জয় দিয়ে সিরিজ শেষ করায়। আমরা যখন দেশে ফিরব, তখন যেন শেষ ম্যাচে জয়ের আনন্দ নিয়ে ফিরতে পারি।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী