দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ১০:৪৭

ব্যালন ডি’অরের দুঃখ ঘুচিয়ে ফিফা দ্য বেস্টের মুকুট ভিনিসিয়ুসের মাথায়

ফিফা দ্য বেস্ট জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র

ফাঁস—আরেকটা বর্ষসেরা পুরস্কার, আরেকবার নথি ফাঁস! আগেরবার ফাঁস হওয়া নথি বলেছিল—রদ্রিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জিতেছেন ব্যালন ডি’অর। কিন্তু বিশাল বহর সাজিয়ে রিয়াল মাদ্রিদ যখন ভিনিকে নিয়ে প্যারিসের থিয়েটার দু শাতলের উদ্দেশে রওনা হই হই অবস্থায়; খবর আসে ভিনি নয়, রদ্রিই জিতেছেন ব্যালন ডি’অর। সব আয়োজন বন্ধ করে প্যারিসে যাওয়াই বাতিল করে রিয়ালের বহর!

পুরস্কার–রাতের আগে এবারও ফাঁস হওয়া নথি বলেছে, ভিনিসিয়ুস জিতেছেন ফিফা দ্য বেস্ট। কিন্তু…বুঝতেই পারছেন কেন এখানে কিন্তু শব্দটা চলে এসেছে। আগেরবারের মতো এবারও উল্টে যাবে না তো ‘পাশার দান’! তাহলে চারদিক থেকে যে খবরটা আসছে, সেটার সত্য–মিথ্যা বোঝার উপায় কী? উপায় তো আসলে সেই ব্যালন ডি’অরের সময় রিয়াল কর্তৃপক্ষই বাতলে দিয়েছিল। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠল—রিয়াল মাদ্রিদের বহর কি পুরস্কারের ভেন্যু কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে যাচ্ছে? উত্তরটা ‘হ্যাঁ’ আসায় পুরস্কার অনুষ্ঠান শুরুর আগে অনেকেই ধরে নিয়েছিল, ভিনিই জিতছেন ফিফা দ্য বেস্ট।

হ্যাঁ—ফাঁস হওয়া খবরটিকে সত্য প্রমাণ করে ফিফা দ্য বেস্টের মুকুট উঠেছে ভিনিসিয়ুসের মাথায়। আর এই মুকুট মাথায় পরে হয়তো ব্যালন ডি’অর জিততে না পারার জ্বালা জুড়ালেন ভিনিসিয়ুস। দোহায় যাওয়া রিয়ালের বহরেও ছিল হতাশা আর কষ্ট ভোলার আবহ। এই কারণে আবার কারও এটা ভাবা ঠিক হবে না যে ব্যালন ডি’অর জিততে না পারায় যে ক্ষোভ ভিনিসিয়ুস আর তাঁর শুভাকাঙ্ক্ষীদের হয়েছিল, ফিফা দ্য বেস্ট তাঁকে দিয়ে সেটা প্রশমনের চেষ্টা ছিল এতে! আসলে পুরস্কারটি পাওয়ার জন্য যথেষ্ট ভালো একটি বছরই কাটিয়েছেন ব্রাজিলের তারকা।

২০২৩–২৪ মৌসুমে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে মৌসুমটিতে তিনি ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। ১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর নানা ফরম্যাটে রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনিও (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনি। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী