দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:২৭

নারী ফুটবলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ অঞ্চলের টানা দুই শ্রেষ্ঠত্বের পর এখন এশিয়ান পর্যায়ে চোখ বাংলাদেশের নারী ফুটবলের।

এর মধ্যেই র‍্যাঙ্কিংয়ে এসেছে বড় সুখবর। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে সাবিনা খাতুনদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯–এ ছিল বাংলাদেশ।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের। সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

২০২৪ সালের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে।

বাংলাদেশ নারী ফুটবল দলের এযাবৎকালের সেরা র‍্যাঙ্কিং ১০০, ২০১৭ সালে। সর্বশেষ তিন বছরেই বাংলাদেশ নারী ফুটবল ১৪০ নম্বরে থেকে ডিসেম্বর শেষ করেছিল।

অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের ম্যাচে ভারতকে হারায় ৩-১ গোলে। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতেন সাবিনারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী