৪টি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলা হয়ে গেলেও টি–টোয়েন্টি দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন কিসি কার্টি। অবশেষে সেই অপেক্ষা ফুরাল।
গতকাল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলাকালে টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৯৫ রান করা কার্টিকে প্রথমবারের মতো টি–টোয়েন্টি দলে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ। চোট থেকে সেরে ওঠা উইকেটকিপার–ব্যাটসম্যান জনসন চার্লসকেও ফেরানো হয়েছে টি–টোয়েন্টি দলে।
তবে ওয়ানডে সিরিজের অধিনায়ক শাই হোপ ও বাঁহাতি ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডকে টি–টোয়েন্টি সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তাঁরা। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে পারবেন না স্পিনার আকিল হোসেন। তাঁর জায়গায় যোগ দেবেন পেসার জেইডেন সিলস।
টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ–অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরান্স হাইন্ডস, আকিল হোসেন/জেইডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।
বাংলাদেশের বিপক্ষে এবারের টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল, সহ–অধিনায়ক ব্র্যান্ডন কিং। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, ধারাবাহিকতা ও মনোযোগ ধরে রাখতে’ এই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে।