দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২১:০০

৪ ম্যাচে ৪০ গোল খেয়ে বাস্তবতা বুঝলেন হকির মেয়েরা

আজ মালয়েশিয়ার কাছেও পাত্তা পাননি বাংলাদেশের মেয়েরা

এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে দশ দলের মধ্যে সেরা পাঁচে থেকে আগামী বছর যুব বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। দেশের হকিতে এই প্রথম কোনো বিশ্বকাপে ওঠার আনন্দ নিয়ে ওমানের মাসকাট থেকে ৩ ডিসেম্বর দেশে ফিরেছেন ছেলেরা। সেদিন রাতেই মাসকাটে যায় মেয়েদের হকি দল।

এশিয়ান অনূর্ধ্ব-২১ নারী হকিতে দশ দলের মধ্যে পঞ্চম হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ নারী দলও। কিন্তু স্বপ্ন পূরণের ধারেকাছেও তারা যেতে পারেনি। গ্রুপ পর্বে ৪ ম্যাচেই হার। ১৪ ডিসেম্বর বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচেই হেরে পয়েন্টশূন্য শ্রীলঙ্কার বিপক্ষে।

চীনের কাছে ১৯-০ গোলে হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার ১৩-১ গোলে। গতকাল থাাইল্যান্ডের কাছে হার ২-১ ব্যবধানে। আজ শেষ গ্রুপ ম্যাচেও হার। এবার মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে। চার ম্যাচে ৪০ গোল খেয়ে বাংলাদেশ দিতে পেরেছে মাত্র তিনটি। যার মধ্যে অধিনায়ক অর্পিতা পালের দুটি গোল, অন্যটি নাদিরা ইমার।

বাংলাদেশের মেয়েরা অনভিজ্ঞ। এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলেছেন এই প্রথম। গত জুনে এশিয়ান হকি ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠে। এশিয়ান হকি ফেডারেশন কাপে ৬ ম্যাচে ৫টিই জেতে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৫-৪, হংকং ২-১, শ্রীলঙ্কা ৭-২ ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০-১ গোলে। একমাত্র হার চীনা তাইপের কাছে (৭-১)।

কিন্তু এশিয়া কাপে খেলতে হয়েছে চীন, ভারতের মতো দলের সঙ্গে। বাংলাদেশের আশা ছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া সঙ্গে অন্তত জয় আসবে। এই দুটি ম্যাচ জিতে গ্রুপে তৃতীয় হওয়া সম্ভব মনে করেছিলেন কোচ জাহিদ হোসেন। স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলার।

কিন্তু থাইল্যান্ডের কাছেও হার বাংলাদেশের মেয়েদের সব আশা শেষ করে দেয়। মেয়েরা সাধ্যমতো চেষ্টা করলেও এই পর্যায়ে খেলার সামর্থ্য যে তাঁদের হয়নি, তা এখন পরিষ্কার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী