দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৩:৪৩

দেশের বাইরে প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ কখনো কি ওয়ানডে সিরিজ জিতেছে

বাংলাদেশ কি ইতিহাস পাল্টাতে পারবে?

২০১৮ ও ২০২২—ওয়েস্ট ইন্ডিজে আগের দুই সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার সেই ক্যারিবিয়ানে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা শুরু করল হার দিয়ে। সেন্ট কিটসে শেরফান রাদারফোর্ড ও শাই হোপের দুর্দান্ত দুই ইনিংসে ভর করে বাংলাদেশের ২৯৪ রান ১৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। তাতে কি সিরিজ জয়টাও নিশ্চিত করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ?

ইতিহাস মনে রাখলে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের পক্ষে বাজি ধরে ফেলাই যায়। বাংলাদেশের যে কখনো দেশের বাইরে প্রথম ম্যাচে হারের পর ওয়ানডে সিরিজ জিততে পারেনি। যার সর্বশেষ উদাহরণ গত মাসে শারজায় আফগানিস্তান সিরিজ। সেন্ট কিটসে আজ ও পরশু শেষ দুটি ওয়ানডে তাই বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ার উপলক্ষই হয়ে উঠেছে।

দেশের বাইরে ৩৯টি ওয়ানডে সিরিজের ৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৭টিতে, আর ড্র হয় অন্য ৩টি সিরিজ।

দেশের বাইরে বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে ২০০১ সালে জিম্বাবুয়ে সফরে। সেই সিরিজ থেকে শুরু করে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দেশের বাইরে ৩৯টি একাধিক ম্যাচে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই ৩৯ সিরিজের ৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৭টিতে, আর ড্র হয় অন্য ৩টি সিরিজ।

জয় পাওয়া ৯টি সিরিজের ৮টিতেই প্রথম ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। ব্যতিক্রম ২০২৩ সালে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজ। সেই সিরিজেও অবশ্য প্রথম ম্যাচে হারেওনি বাংলাদেশ, চেমসফোর্ডে বৃষ্টিতে মাঝপথে থেমে যাওয়ায় ফল দেখেনি সেই ম্যাচ। চেমসফোর্ডেই পরের দুটি ম্যাচ জিতেই সিরিজ জয় করে দেশে ফেরে বাংলাদেশ।

দেশের বাইরে সিরিজের প্রথম ম্যাচে হার তো, শেষ পর্যন্ত সিরিজ হার—বাংলাদেশ ওয়ানডেতে এখন পর্যন্ত এই নিয়ম মেনে চলেছে। তবে সিরিজের প্রথম ম্যাচ জিতলেই সব সময় সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দেশের বাইরে খেলা ৩৯টি ওয়ানডে সিরিজের ১১টিতে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এই ১১ সিরিজের ৮টিতে জয় পাওয়া বাংলাদেশ হেরেছে দুবার, ড্র করে একটিতে।

জয় দিয়ে শুরুর পর বাংলাদেশ দুবারই ওয়ানডেতে সিরিজ হেরেছে জিম্বাবুয়েতে—২০০৪ ও ২০১৩ সালে। ২০০৪ সালে হারারেতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়টার গুরুত্ব কম ছিল না (সিরিজের প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে তৃতীয় ম্যাচটি ‘প্রথম’ ম্যাচ হয়ে যায়) । আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড টানা ৭৫ ম্যাচে (৪৭ ওয়ানডে) জয়হীন থাকার পর সেদিনই প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। হারারেতেই পরের দুই ম্যাচে অবশ্য জিতে যায় জিম্বাবুয়ে। ২০১৩ সালেও একই গল্প। বুলাওয়েতে জয় দিয়ে শুরুর পর শেষ দুই ম্যাচে হার।

জয় দিয়ে শুরুর পর বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিততে পারেনি ২০১৭ সালে শ্রীলঙ্কায়। ডাম্বুলায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারায় বাংলাদেশ। একই ভেন্যুতে পরের ম্যাচটি বৃষ্টিতে মাঝপথে ভেসে যাওয়ার পর কলম্বোয় সিরিজে শেষ ম্যাচটি জিতে সমতা ফেরায় শ্রীলঙ্কা।

দেশের বাইরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

সাল বিপক্ষ ফল
২০০৬ কেনিয়া ৩-০
২০০৭ জিম্বাবুয়ে ৩-১
২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৩-০
২০০৯ জিম্বাবুয়ে ৪-১
২০১৮ ওয়েস্ট ইন্ডিজ ২-১
২০২১ জিম্বাবুয়ে ৩-০
২০২২ দক্ষিণ আফ্রিকা ২-১
২০২২ ওয়েস্ট ইন্ডিজ ৩-০
২০২৩ আয়ারল্যান্ড ২-০

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী