জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান। ছেলেদের ক্রিকেটে এই রান অনেক বড় না হলেও মেয়েদের ক্রিকেটে বড় লক্ষ্যই। তার ওপর ১৬ থেকে ১৯—এই তিন ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেনি আয়ারল্যান্ড। কিন্তু এই ম্যাচটিই বাংলাদেশ নারী ক্রিকেট দল হেরে গেছে।
স্বর্ণা আক্তারের করা ২০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ৪ মেরে আয়ারল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন লরা ডেলানি। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪ উইকেটে। এ হারে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানার দল।
২০২৪ সালে এটি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের শেষ ম্যাচ। এ বছর দেশের দেশের মাটিতে বা আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে একটি টি–টোয়েন্টিও জিততে পারেনি নিগার সুলতানার দল।
বিস্তারিত আসছে …।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১২৩/৭ (মোস্তারি ৪৫, শারমিন ৩৪, মুরশিদা ১২; প্রেনডারগাস্ট ৪/২২, ম্যাগুয়ার ২/২৫)। আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১২৪/৪ (ডিলানি ৩৬*, হান্টার ২৮, লুইস ২১; রাবেয়া ২/১৭)। ফল: আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ৪ উইকেটে জয়ী।