দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১১:৫০

যুব হকি দলকে ক্রীড়া উপদেষ্টার ২০ লাখ টাকা পুরস্কার

প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দলহকি ফেডারেশন

প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল। হকিতে বাংলাদেশের কোনো দলের কোনো পর্যায়ে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপে খেলা। এ সাফল্যে বাংলাদেশ যুব হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। এর আগে গতকাল সকালে দেশে ফেরার পর হকি ফেডারেশনের পক্ষ থেকে অনূর্ধ্ব-২১ হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিমানবাহিনীর ফ্যালকন হলে সংবর্ধনাও দেওয়া হয়েছে তাদের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী