দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৯:৫১

বাঁহাতি স্পিনে তাইজুলের সামনে কেউ নেই

আবারও ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম

দাপট ছিল পেসারদেরই। স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারানোর পথে বাংলাদেশের বোলাররা যে ২০ উইকেট নিয়েছেন, তাতে তিন পেসারই নিয়েছেন ১৩টি। বাকি ৭ উইকেট দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। পেস দাপটের এ ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।

শুধু জ্যামাইকার স্যাবাইনা পার্ক বা সদ্য সমাপ্ত বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই নয়, তাইজুল তাঁর বাঁহাতি স্পিনের খেল দেখিয়ে চলেছেন এক দশকের বেশি সময় ধরে। ইনিংসে ৫ উইকেটই নিয়েছেন এ নিয়ে ১৫ বার।

পরিসংখ্যান বলছে, ১০ বছর আগে তাইজুলের টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত সময়ে তাঁর মতো এত বেশিবার ইনিংসে ৫ উইকেট আর কোনো বাঁহাতি স্পিনারই নিতে পারেননি।

এই এক দশকে ভারতের রবীন্দ্র জাদেজা তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন, বেশি উইকেট পেয়েছেন, কিন্তু ইনিংসে ৫ উইকেটে পিছিয়েই আছেন ভারতীয় অলরাউন্ডার। আবার বাংলাদেশের বাঁহাতি স্পিনে যাঁর সঙ্গে তাইজুলের তুলনা টানা হয়, সেই সাকিব আল হাসানও বেশ খানিকটা পিছিয়ে আছেন।

তাইজুলের টেস্ট অভিষেক ২০১৪ সালের সেপ্টেম্বরে, সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই দিনেশ রামদিনের দলের বিপক্ষে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। সেই যে শুরু, এরপর ৫ উইকেট নিয়েছেন দেশের মাটিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়, দক্ষিণ আফ্রিকার গেবেখা এবং শ্রীলঙ্কার পাল্লেকেলেতেও। তাইজুলের ইনিংসে ৫ উইকেটের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা।

সব মিলিয়ে ৯১ ইনিংসে ২১৭ উইকেট নেওয়ার পথে তাইজুলের ইনিংসে ৫ উইকেট ১৫ বার। তাঁর অভিষেকের পর থেকে সর্বশেষ ১০ বছর ৩ মাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জাদেজা। ভারতের বাঁহাতি এ স্পিনার ৬৫ টেস্টে ১২৪ ইনিংসে বল করেছেন, নিয়েছেন ২৭৪ উইকেট।

অবশ্য বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে তাইজুলের নাম সবার ওপরে না–ও থাকতে পারত। কারণ, শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ ২০১৪ সালের সেপ্টেম্বরের পর খেলা ৬৭ ইনিংসের মধ্যেই ৫ উইকেট নিয়েছেন ১৩ বার। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলা এই বাঁহাতি স্পিনার অবসর–পরবর্তী সময়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিয়ে তাইজুলকে নিয়েও কাজ করেছেন।

দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের টেস্ট অভিষেক তাইজুলের দুই বছর পর, ২০১৬ সালের নভেম্বরে। তবে এর মধ্যেই তাইজুলের চেয়ে বেশি টেস্ট (৫১ ও ৫৫) খেলা হয়ে গেছে তাঁর। যদিও ইনিংসে ৫ উইকেট তো বটেই, মোট উইকেটসংখ্যায়ও তাইজুলের চেয়ে পিছিয়ে মহারাজ। ৯২ টেস্ট ইনিংসে মহারাজের শিকার ১৮৬ উইকেট, ইনিংসে ৫ উইকেট ১০ বার। শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া অবশ্য হেরাথের গতিতেই ছুটছেন। মাত্র ১৭ টেস্ট খেলা এই বাঁহাতি স্পিনার ৩২ ইনিংসের মধ্যেই ৫ উইকেট শিকার করেছেন ৯ বার।

বাংলাদেশের বোলিং আক্রমণে লম্বা সময় ধরে বাঁহাতি স্পিনের প্রধান বোলার ছিলেন সাকিব। এই সাবেক অধিনায়ক তাইজুলের টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ৩৭ টেস্ট। তাতে ৬৫ ইনিংসে বল হাতে নিয়ে উইকেট নিয়েছেন ১২৪টি, ইনিংসে ৫ উইকেট ৮ বার। ক্যারিয়ারের বড় একটা সময় সাকিবের ছায়ায় থাকা তাইজুল এখন যে শুধু সাকিবকেই ছাড়িয়ে গেছেন তা নয়, তাঁর সমসাময়িক সব বাঁহাতি স্পিনারকেই টপকে শীর্ষে অবস্থান করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী