দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২২

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

স্ত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে মোস্তাফিজুর রহমান

পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ‘পারিবারিক কারণ’টা কী, জানা গেল আজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এই পেসার জানিয়েছেন, পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে মোস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য প্রার্থনা করবেন।’

২০১৯ সালে নিজের মেজ মামার কন্যা সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন কাটার মাস্টার হিসেবে খ্যাত মোস্তাফিজ। এই দম্পতির এটাই প্রথম সন্তান।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার। তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। নাম দিয়েছিলেন সম্প্রতি হয়ে যাওয়া আইপিএল নিলামেও। তবে গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মোস্তাফিজকে এবার কোনো দল নিলামে কেনেনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী