দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ১১:২৯

প্রথম ইনিংসে এত কম করেও টেস্ট জয় ও নতুন উচ্চতায় বাংলাদেশের পেসাররা

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতেছে বাংলাদেশ। সেটিও প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রান করার পর। ২৪ বছর ও ১৫০ টেস্টের ইতিহাসে ২২তম জয় পাওয়া বাংলাদেশ প্রথম ইনিংসে এত কম রান করে আগে কখনো টেস্ট জেতেনি। কিংস্টনে আরও অনেক রেকর্ড ও মাইলফলক ধরা দিয়েছে বাংলাদেশকে…

প্রথম ইনিংসে ২০০ রানের কমে অলআউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আগের রেকর্ডটা ২২০ রানের। ২০১৬ সালে মিরপুরে প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ৯৫, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে।
টেস্টে ২২তম জয়টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২৫০তম। বাংলাদেশ তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছে ৭৭০টি।

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট জয়। দেশের বাইরে বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট জিতল ক্যারিবিয়ানেই। পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশ টেস্ট জিতেছে দুটি করে। দেশের বাইরে বাংলাদেশ টেস্ট জিতেছে ৯টি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী