দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৯:৪৮

সাকিবের এবার রানও শূন্য, উইকেটও শূন্য

আবুধাবি টি–১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। কিন্তু টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না তাঁর

আবুধাবি টি-টেনে সাকিব আল হাসান আর তাঁর দল আবুধাবির অবস্থা একই রকম। সাকিব ব্যাটে রান পাচ্ছেন না, খুব ভালো করছেন না বল হাতেও। তাঁর দল বাংলা টাইগার্সও টানা তিন ম্যাচে হেরেছে। ৭ ম্যাচের মাত্র দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে আছে তালিকার অষ্টম স্থানে।

সাকিব সাতটি ম্যাচেই খেলেছেন। প্রথম ম্যাচে ব্যাটিং করেননি, বল হাতে ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে ১৯ রান করার পাশাপাশি ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। পরের দুই ম্যাচে ব্যাটিং করেননি, বল হাতে পাননি কোনো উইকেট। পঞ্চম ম্যাচে অপরাজিত ২৯ রান করেছেন, ১৭ রানে নিয়েছেন ১ উইকেট। পরের ম্যাচে অপরাজিত ১৫ রান করলেও পাননি উইকেট। আর আজ ১ বল খেলে শূন্য রানে অপরাজিত ছিলেন, বল হাতেও ১২ রান দিয়ে পাননি উইকেট।

ইউপি নওয়াবসের বিপক্ষে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের বাংলা টাইগার্স ১০ ওভারে ৪ উইকেটে করেছে ৮৭ রান। জবাবে ১২ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি নওয়াবস।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী