দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৯, ২০২৪ ০১:৫৩

৬০ বলের খেলায় ২২ বলে সাকিব করলেন ১৫ রান

১৫ রান করেছেন সাকিব

টি-টেন ম্যাচ। এখানে খেলার ভাষা একটাই—প্রথম বল থেকেই ব্যাট চালাও। এমন একটি টি-টেন ম্যাচে বাংলাদেশের সাকিব আল হাসান আজ উপহার দিলেন পুরো দিনের ওয়ানডে মেজাজের ব্যাটিং।

৬০ বলের মধ্যে নিজে খেললেন ২২ বল, রান করেছেন ১৫। মজার ব্যাপার তিনি আউট হননি, অপরাজিতই ছিলেন। আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে বাংলা টাইগার্স ম্যাচে ঘটেছে এ ঘটনা।

সাকিব উইকেটে আসেন ৬ নম্বরে। তখন বাংলা টাইগার্সের রান ২.২ ওভারে ২৩। অন্য সংস্করণ হলে এখান থেকে হয়তো ইনিংস ধরে খেলার প্রসঙ্গ উঠত। কিন্তু খেলাটা তো ৬০ বলের, উইকেট ধরে রেখে কী হবে! চার–ছক্কাই আসল।

সাকিব এই চার-ছক্কাই মারতে পারেননি। ২২টি বল খেলা এই অলরাউন্ডার একটিও বাউন্ডারি পাননি। স্ট্রাইক রেট ছিল ৬৮.১৮। অষ্টম ওভারে উইকেটে আসা রশিদ খানও ৮ বল খেলে দুটি বাউন্ডারি মেরেছেন। সাকিবের এমন ইনিংসের কারণে বাংলা টাইগার্সও বেশি রান তুলতে পারেনি, রান করেছে মাত্র ৭২।

আজকের আগে টি-টেনে দুই ম্যাচে ব্যাটিং করেছেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। একটিতে করেছেন ১২ বলে ১৯ রান, আরেকটিতে ১৯ বলে অপরাজিত ২৯। এই দুই ইনিংসে একটি বিষয় স্পষ্ট— ঠিক টি-টেনসুলভ ব্যাটিংটা তিনি করতে পারছেন না।

এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের দলের জয় মাত্র ২টিতে। আজ তারা হেরেছে ৯ উইকেটে। সাকিব বল করেছিলেন ১টি, সেটিতেও বড় ছক্কা মেরেছেন পুরান। সেই ছক্কাতে দলের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ