দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৪

৬ উইকেটে জয় পেয়ে পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ

দেশের ক্রিকেটে নতুন এক যুগ শুরু হলো। পাকিস্তানকে তাদের নিজ মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশ একটি বিশাল সাফল্য অর্জন করেছে। প্রথম টেস্টে ১০ উইকেটের জয় লাভের পর, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় এসেছে ৬ উইকেটে। দেশের বাইরে এই প্রথমবার বাংলাদেশ কোনো প্রতিপক্ষকে ধবলধোলাই করল। এর আগে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছিল, তবে সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল পূর্ণশক্তির ছিল না। বর্তমান সিরিজ জয় অনেক বেশি তাৎপর্যপূর্ণ, বিশেষ করে প্রথম টেস্টে ১০ উইকেটের জয় সহ।

অন্যদিকে, পাকিস্তান নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল তারা।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ সহজেই জয়লাভ করেছে। দুই ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম গুরুত্বপূর্ণ ৫৮ রানের জুটি গড়েছেন। জাকির ৪০ রান এবং সাদমান ২৪ রান করেছেন। এরপর, নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক দলের প্রয়োজনীয় রান যোগ করেছেন। নাজমুল করেছেন ৩৮ রান এবং মমিনুল ৩৪ রান। মুমিনুল আউট হওয়ার পর, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ম্যাচের বাকি কাজ সম্পন্ন করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী