দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৬

জয়ের গন্ধ পাচ্ছে বাংলাদেশ

ক্রিকইনফো

জয়ের কাছে পৌঁছাতে বাংলাদেশ দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। রাওয়ালপিন্ডি টেস্ট জয় করতে বাংলাদেশকে প্রয়োজন মাত্র ৬৬ রান। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১২২ রান।

নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক দেখেশুনে বাংলাদেশের জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। শান্ত ৩৩ রান করেছেন, আর মমিনুল ২০ রানে অপরাজিত আছেন। যদিও বাংলাদেশ প্রথমে ১২ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়েছিল। কিন্তু সাদমান ইসলাম আগা সালমানের বদান্যতায় জীবনের সুযোগ পেয়েছিলেন। সালমান থার্ড স্লিপে তার ক্যাচ মিস করেছিলেন। যদিও সাদমান এই সুযোগ কাজে লাগাতে পারেননি এবং মাত্র ৭ রান যোগ করতে পেরেছেন।

২৪ রানে তিনি খুররম শেহজাদের বলে সহজ ক্যাচ তুলে দেন শান মাসুদকে, যেটি লং অফে ক্যাচ করা হয়। সালমান জীবনের সুযোগ দিলেও পাকিস্তানি অধিনায়ক ক্যাচটি ঠিকভাবে ধরেন। সাদমানের বিদায়ের পর বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৭০ রান। বাংলাদেশ আগের দিন বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলা শুরু করেছিল।

আগের দিন অপরাজিত দুই ব্যাটার জাকির হাসান এবং সাদমান ইসলামের জুটি বেশ দূর যেতে পারেনি। দলীয় ৫৮ রানের সময় হামজার দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে যান জাকির, যিনি ৪০ রান করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী