শেষ হয়েছে আইপিএল মেগা নিলামের প্রথম দিন। সোমবার আবার টাকার থলি নিয়ে খেলোয়াড় শিকারে নামবে দলগুলো। ১০টি ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই অর্ধেকের মতো খেলোয়াড় কিনে ফেলেছে। তবে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দল একটু পিছিয়ে আছে খেলোয়াড় কেনায়। প্রতিটি দল মোট ২৫ জন খেলোয়াড় নিতে পারবে দলে। এদের মধ্যে বিদেশি বা অভারতীয় খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ আটজন।
রোববারের প্রথম দিনের নিলাম শেষে কোন দলের থলেতে কত জমা আছে, কোন দল আরও কত খেলোয়াড় কিনতে পারবে দেখে নিন এখানে…
কোন দলের হাতে কত টাকা ও কত খেলোয়াড় কেনা বাকি
দল | কোটি রুপি | খেলোয়াড় কেনা বাকি | বিদেশি খেলোয়াড় |
---|---|---|---|
চেন্নাই | ১৫.৬০ | ১৩ | ৪ |
দিল্লি | ১৩.৮০ | ১২ | ৪ |
গুজরাট | ১৭.৫০ | ১১ | ৫ |
কলকাতা | ১০.০৫ | ১২ | ৩ |
লক্ষ্ণৌ | ১৪.৮৫ | ১৩ | ৪ |
মুম্বাই | ২৬.১০ | ১৬ | ৭ |
পাঞ্জাব | ২২.৫০ | ১৩ | ৬ |
রাজস্থান | ১৭.৩৫ | ১৪ | ৪ |
বেঙ্গালুরু | ৩০.৬৫ | ১৬ | ৫ |
হায়দরাবাদ | ৫.১৫ | ১২ | ৪ |