দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪১

আইপিএলে ভারতের পর সবচেয়ে বেশি আয় কোন দেশের, বাংলাদেশের কত

সাকিব ও মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল দুই তারকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামকে ঘিরে উত্তাপ এখন তুঙ্গে। আজ বাংলাদেশ সময় বেলা ৪টায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম। মেগা নিলাম হওয়ার কারণেই মূলত এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় কেনা নিয়ে সবার যত আগ্রহ।

দুই দিনব্যাপী এই মেগা নিলামের দিকে চোখ আছে ক্রিকেটপ্রেমীদেরও। এরই মধ্যে কোন তারকার দাম কত ওঠে, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা। যেখানে অর্থকড়ির দিক থেকে নতুন রেকর্ড হয়ে যাওয়াও একেবারে অস্বাভাবিক নয়।

যেহেতু ভারতের টুর্নামেন্ট, সবচেয়ে বেশি খেলেন ভারতীয় ক্রিকেটাররাই। টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত তাঁদের আয়ই সবচেয়ে বেশি। আর্থিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট মানিবলের এক হিসাবেও সেটাই উঠে এসেছে। শুরু থেকে সর্বশেষ আসর পর্যন্ত আইপিএল থেকে ভারতীয় খেলোয়াড়দের মোট আয় ৪৫১২.৬৫ কোটি রুপি।

এ তালিকার দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, যাদের খেলোয়াড়েরা এখন পর্যন্ত আইপিএল থেকে আয় করেছেন ১০৩৭.৮৬ কোটি রুপি। তবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ভবিষ্যৎ আয় কোন দিকে যাবে, তা জানা যাবে আগামীকাল।

আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বিশেষ গুরুত্ব থাকলেও আয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকার পেছনেই তারা। প্রোটিয়াদের ৬৪১.৯৮ কোটি রুপির বিপরীতে উইন্ডিজের খেলোয়াড়দের আয় ৫৫৮.৮৯ কোটি রুপি।

খেলোয়াড়দের আয়ে পরের তিনটি স্থান দখল করা দেশ হচ্ছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে আইপিএলে দারুণ পারফর্ম করা ইংলিশদের আয় ৪৬৩.৬৬ কোটি রুপি। ২৮৩.৬৬ কোটি রুপি নিয়ে নিউজিল্যান্ড আছে ৬ নম্বরে। আর সাতে থাকা শ্রীলঙ্কার খেলোয়াড়দের আয় ২২২.৭৩ কোটি রুপি।

এ তালিকায় বাংলাদেশের ওপরে জায়গা পেয়েছে আফগানিস্তান, যাদের খেলোয়াড়দের আয় ৯২ কোটি রুপি। আর ৯ নম্বরে থাকা বাংলাদেশের আয় ৪০.৭৮ কোটি রুপি। এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। ২০০৮ সালের পর আর কখনো আইপিএলে সুযোগ না পাওয়া পাকিস্তানের আয় ১২.৮৪ কোটি রুপি। তবে পাকিস্তান যদি নিয়মিত খেলত, তবে এই সংখ্যা যে সবার ওপরে থাকত, তা বলাই বাহুল্য।

আইপিএল থেকে কোন দেশের খেলোয়াড়দের কত আয়

দেশ মোট বেতন (রুপি)
ভারত ৪৫১২.৬৫ কোটি
অস্ট্রেলিয়া ১০৩৭.৮৬ কোটি
দক্ষিণ আফ্রিকা ৬৪১.৯৮ কোটি
ওয়েস্ট ইন্ডিজ ৫৫৮.৮৯ কোটি
ইংল্যান্ড ৪৬৩.৬৬ কোটি
নিউজিল্যান্ড ২৮৩.৬৬ কোটি
শ্রীলঙ্কা ২২২.৭৩ কোটি
আফগানিস্তান ৯২. ০০ কোটি
বাংলাদেশ ৪০.৭৮ কোটি
পাকিস্তান ১২.৮৪ কোটি
নেদারল্যান্ডস ৫.২৭ কোটি
জিম্বাবুয়ে ১.৫৩ কোটি
কেনিয়া ২০.০০ লাখ
নেপাল ২০.০০ লাখ
আরব আমিরাত ১০.০০ লাখ

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট