দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৯

এই সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল।

আর্জেন্টিনা ও ব্রাজিল খেলোয়াড়

কোপা আমেরিকায় ব্রাজিলের হৃদয় ভেঙে দিয়েছিল আর্জেন্টিনা, যেটি শিরোপা জিতে নেয়। প্রায় দেড় মাস আগে শেষ হওয়া সেই জমজমাট আসরের পর থেকে মাঠে নামেনি দুই দলই। তবে চলতি মাসেই আবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, ২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বের লড়াইয়ে।

বর্তমানে কনমেবল বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে তারা ২ পয়েন্ট এগিয়ে। এই অবস্থান আরও সুসংহত করার সুযোগ তাদের সামনে রয়েছে।

চলতি সপ্তাহে ইউরোপিয়ান ক্লাব মৌসুমের প্রথম বিরতি শুরু হচ্ছে, যার মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচ খেলবে।

আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচটি ৬ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে এস্তাদিও মাস মনুমেন্টালে, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, যারা বর্তমানে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে অবস্থান করছে।

এরপর, ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২:৩০-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া, যারা কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল। কলম্বিয়া এই ম্যাচটি খেলবে তাদের ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোতে।

যদিও আর্জেন্টিনা কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতে নিয়েছিল, ব্রাজিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট