দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ১৯:৪৩

আইপিএলের কোন আসরের নিলামে কত ব্যয়

আইপিএলের মেগা নিলাম হবে ২৪ ও ২৫ নভেম্বর

তারকা খেলোয়াড় কিনতে হবে, দলে ভেড়াতে হবে ম্যাচ জেতানো খেলোয়াড়, ম্যাচের ফলে প্রভাব রাখতে পারা কাউকেও লাগবে দলে। দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল গড়ে তোলার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় প্রচুর অর্থ খরচ করার সুযোগ। বছরের পর বছর ধরে তাই ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের আবেদন বাড়ছেই।

দলগুলোও প্রচুর অর্থ খরচ করে মনের মতো দল গড়তে পারে বলেই প্রতি আসরেই জমে ওঠে আইপিএল। দেখে আসা যেতে পারে প্রতি আসরের আগে নিলামে সব দল মিলিয়ে কেমন খরচ করেছে পছন্দের খেলোয়াড় কেনায়।

আইপিএলের শুরু ২০০৮ সালে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজন করে প্রথম খেলোয়াড় নিলামের। আইপিএলের প্রথম আসরের নিলামে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে খরচ করেছিল ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

প্রথমবার পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনে নেওয়ায় পরের বছর খুব বেশি খরচ করার প্রয়োজন হয়নি দলগুলোর। ২০০৯ সালের আইপিএলের আগে নিলামে তাই খরচ হয়েছে মাত্র ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। পরের বছর আরও কম—৩৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

২০১১ আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো আবার দল ভেঙেচুরে নতুন করে গড়ার চেষ্টা করে। এ কারণে সেবার আবার ব্যয়ের অঙ্কটা বেড়ে যায়। সেবার নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করেছে মোট ৬ কোটি ২৭ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার। ২০১২ ও ২০১৩ সালে ব্যয় আবার তুলনামূলক কম—যথাক্রমে ১ কোটি ৯ লাখ ৯৫ হাজার ও ১ কোটি ১৮ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার।

২০১৪ থেকে আইপিএলের নিলাম প্রবেশ করে ভারতীয় রুপির হিসাবে। সেবার নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যয় করে ২৬২ কোটি ৬০ লাখ রুপি। পরের তিন বছর ব্যয় তুলনামূলক অনেক কম—যথাক্রমে ৮৭ কোটি ৬০ লাখ, ১৩৬ কোটি ও ৯১ কোটি রুপি।

২০১৮ সালের নিলামে আবার বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়। সবাই মিলে খরচ করেছে ৪৩১ কোটি রুপি। বেশি ব্যয় করে ভালোভাবে ঘর গোছানোর পরের কয়েক বছর খরচ কমই হওয়ার কথা। এ কারণেই ২০১৯ সালে ব্যয় ১০৬ কোটি ৮০ লাখ রুপি। পরের দুই বছর যথাক্রমে ১৪০ কোটি ৩০ লাখ ও ১৪৫ কোটি ৩০ লাখ রুপি।

২০২২ সালের আইপিএলের আগে হয় মেগা নিলাম। মেগা নিলামের খরচ স্বাভাবিকভাবেই বেশি হওয়ার কথা। সেবার সব ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে ৫৫১ কোটি ৭০ লাখ রুপি, যেটা এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল নিলাম হয়ে আছে।

২০২৩ সালে ব্যয় ১৬৭ কোটি রুপি। এ বছর আবার ১০ দলের অংশগ্রহণে নিলামে খরচ হয়েছে ২৩০ কোটি ৪৫ লাখ রুপি। এবার আগের সব নিলাম ছাপিয়ে যেতে পারে, ধারণা অনেকেরই। দেখা যাক সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় আগামীকাল বিকেল ৪টায় শুরু এবারের মেগা নিলামে শেষ পর্যন্ত কী হয়!

এবারের নিলামে সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রুপি নিয়ে আসবে পাঞ্জাব কিংস। আর সবচেয়ে কম, ৪১ কোটি রুপি নিয়ে নিলামে আসবে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ