৫১, ৪১, ৫১—এগুলো কারও ব্যক্তিগত ইনিংস নয়। সর্বশেষ ৩টি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে তিলক বার্মা ১০০ রান করতে কত বল খেলেছেন, সেই সংখ্যা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে সেঞ্চুরি করা তিলক আজ আবার সেঞ্চুরি করেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। খেলেছেন ৬৬ বলে ১৫১ রানের ইনিংস।
আজ সেঞ্চুরি করে টি-টোয়েন্টির এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন তিলক। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন ভারতের এই বাঁহাতি।
রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে আজ তিলক ছক্কা মেরেছেন ১০টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও মেরেছেন ১০টি ছক্কা, আগের ম্যাচে ৭টি। মানে সর্বশেষ ৩ ম্যাচে শুধু ছক্কাই মেরেছেন ২৭টি। এই ৩ ম্যাচে ১৬৯ বলে করেছেন ৩৭৮ রান!
আইপিএলে তিলকের পরিচয় ছিল এমন ব্যাটসম্যান, যিনি উইকেট ধরে রেখে ১২০-১৩০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। তবে গত কিছু দিন যা করছেন, তাতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাঁহাতি।
২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক অভিষেক হলেও তিলক প্রথম এক বছর দলে থিতুই হতে পারেননি। আসা-যাওয়ার মধ্যে ছিলেন। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শিবম দুবের জায়গায় সুযোগ পেলেও একাদশে খেলার সুযোগ পাননি। এমন পরিস্থিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পান ১৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলেন ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস।
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এখন ৩ নম্বরে খেলেন ঋষভ পন্ত। এই জায়গাটা নেওয়ার জন্য একটি সেঞ্চুরি যথেষ্ট নয়। আর ভারত দিন শেষে পরীক্ষিত ক্রিকেটারদেরই সুযোগ দেয়। তিলকও দক্ষিণ আফ্রিকায় সুযোগ পেয়েছিলেন পন্তদের বোর্ডার গাভাস্কার ট্রফির ব্যস্ততায়। আর সেটিরই সদ্ব্যবহার করেন পরের ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি করে। অপরাজিত থাকেন ৪৭ বলে ১২০ রান করে।
আর আজ যে ইনিংসটি খেলেছেন, তাতে এটা নিশ্চিত, তিলক টি-টোয়েন্টি দলে টিকতেই এসেছেন। মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলে তিলককে ৮ কোটি রুপিতে ধরে রেখেছে। তা না হলে আগামীকালের আইপিএল নিলামে দামটা আরও বাড়িয়েই নিতে পারতেন!