দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৪৪

সামনে পাকিস্তান সফর, তাই বাংলাদেশের বিপক্ষে জয় চায় ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্রাফেট

পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ-বাধা ভালোভাবে পার হতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ভালোভাবের অর্থ যে জয়, তা না বললেও চলে। ওয়েস্ট ইন্ডিজ কোচ আন্দ্রে কুলির এই আশায় বুক বাঁধার কারণ আছে আরও। গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২৪ সালটা ভালোভাবে শেষ করতে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ কি আছে?

অবশ্যই নেই। আগামীকাল সিরিজ শুরুর আগে সেই কথাই বললেন কুলি, ‘খুবই গুরুত্বপূর্ণ (জয়ে বছর শেষ করা)। কারণ, দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এ টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ দুই দলেরই। ৯ দলের এই চ্যাম্পিয়নশিপে আটে থাকা বাংলাদেশের শতকরা পয়েন্ট ২৭.৫০। শতকরা ১৮.৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। এই চক্রে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করাই ক্যারিবিয়ানদের একমাত্র সাফল্য। সেই সিরিজের পর থেকেই পথ হারাতে শুরু করে দলটি। গত জুলাইয়ে ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পোর্ট অব স্পেনে প্রথম টেস্ট ড্র করতে পেরেছিল তারা।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি নিয়ে কুলি বলেছেন, ‘এর আগে প্রথম তিন-চার দিন বৃষ্টি হানা দিলেও তার পর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে।’

কুলি এরপর পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনেছেন। আগামী জানুয়ারিতে দুই টেস্টের এই সফরকে সামনে রেখে বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ, ‘পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ…বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমরা আর এই চারটি টেস্টই খেলব। এ কারণে পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম তুলে নিতে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।’ গত আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়ে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান জয়ের অনুপ্রেরণা নেওয়ার চিন্তা করতেই পারে ক্যারিবীয়রা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম পাওয়া পেসার আলজারি জোসেফ ফিরেছেন বাংলাদেশ সিরিজে। কিন্তু কাঁধের চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে জেসন হোল্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ